BN/Prabhupada 0005 - তিন মিনিটে শ্রীল প্রভুপাদের জীবন



Interview -- September 24, 1968, Seattle

সাক্ষাৎকার গ্রহণকারীঃ আপনি কি দয়া করে আমাকে আপনার নিজের জীবন নিয়ে কিছু বলবেন? যেমন ধরুন আপনি কোথায় শিক্ষা গ্রহণ হয়েছেন এবং আপনি কিভাবে শ্রীকৃষ্ণের শিষ্য হলেন।

শ্রীল প্রভুপাদঃ আমার জন্ম এবং শিক্ষা কলকাতায় হয়েছে। আমার বাড়ি কলকাতায়। আমি ১৮৯৬ সালে জন্মগ্রহণ করেছি, আমি আমার পিতার খুব প্রিয় সন্তান ছিলাম। তাই আমার পড়াশোনা একটু দেরীতে শুরু হয়েছিল, এবং তা সত্ত্বেও আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করি এবং আট বছর উচ্চ বিদ্যালয়ে পরেছি। প্রাথমিক বিদ্যালয়ে চার বছর আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আট বছর, কলেজে চার বছর। তারপর আমি গান্ধী'র জাতীয় আন্দোলনে যোগদান দিই। কিন্তু সৌভাগ্যক্রমে, আমি আমার গুরু মহারাজ, আধ্যাত্মিক গুরুর, সাক্ষাৎ লাভ করি ১৯২২ সালে। এবং তখন থেকেই আমি এই পথের প্রতি আকৃষ্ট হলাম, এবং ধীরে ধীরে আমি আমার পারিবারিক জীবন ত্যাগ করি। আমি যখন কলেজে তৃতীয় বছরের ছাত্র ছিলাম, তখন ১৯১৮ সালে আমার বিয়ে হয়। আমার ছেলেমেয়েও হয়েছিল। আমি ব্যবসা করছিলাম। তারপর আমি ১৯৫৪ সালে পারিবারিক জীবন থেকে অবসর গ্রহণ করি। চার বছর আমি একা ছিলাম। কোনো পরিবার ছাড়াই। তারপর আমি ১৯৫৯ সালে সন্ন্যাস আশ্রম গ্রহণ করি। তারপর আমি বই লেখার কার্যে নিয়োজিত হই। আমার প্রথম প্রকাশনা ১৯৬২ সালে হয়েছিল এবং তখন তিনটি বই ছিল। তারপর আমি ১৯৬৫ সালে আপনাদের দেশে আসার উদ্দেশ্যে রওনা হই এবং ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে আমি এখানে এসে পোঁছাই। তারপর থেকে আমি এই কৃষ্ণভাবনামৃত প্রচারের চেষ্টা করছি, আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় দেশগুলিতে। এবং ধীরেধীরে এইসব কেন্দ্রগুলির উন্নয়ন হচ্ছে। ক্রমে ক্রমে শিষ্য সংখ্যাও বাড়ছে। দেখা যাক আগে আর কি কি করা যায়।

সাক্ষাৎকার গ্রহণকারীঃ কিভাবে আপনি নিজে একজন শিষ্য হলেন? শিষ্য হবার আগে আপনি কি ছিলেন এবং কি কি পালন করতেন?

শ্রীল প্রভুপাদঃ একই নীতি, যেটি আমি আপনাকে বলেছি, তা হল 'বিশ্বাস'। আমার এক বন্ধু, আমাকে জোর করে আমার আধ্যাত্মিক গুরুর কাছে টেনে নিয়ে গিয়েছিল, এবং যখন আমি আমার আধ্যাত্মিক গুরুর সঙ্গে কথা বললাম, তখনই আমি অনুপ্রাণিত হয়েছিলাম। এবং তখন থেকেই অঙ্কুরোদগম শুরু হয়।