BN/661117 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 13:54, 24 November 2020 by MinaksiRadhika (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ এবং সাধারণ মানুষ বা সাধারণ জীবের মধ্যে পার্থক্য হচ্ছে যে, আমরা একই সময়ে একটি মাত্র স্থানে অবস্থান করতে পারি, কিন্তু শ্রীকৃষ্ণ...গোলক এব নিবসত্য অখিলাম-ভূতহ্ (ব্রহ্মসংহিতা ৫.৩৭)। যদিও চিন্ময় জগতে তাঁর নিজস্ব ধাম রয়েছে, যেটাকে বলা হয় গোলক বৃন্দাবন... যেই বৃন্দাবন শহর থেকে আমি এসেছি। এই বৃন্দাবনকে বলা হয় ভৌম বৃন্দাবন। ভৌম বৃন্দাবন মানে সেই একই বৃন্দাবন পৃথিবীতে অবতরণ করেছেন। ঠিক যেমন শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই পৃথিবীতে অবতীর্ণ হন। একইভাবে তাঁর ধাম বা তাঁর বাসস্থানও অবতীর্ণ হয়, বৃন্দাবন ধাম। অন্য কথায়, শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে আবির্ভূত হন তখন তিনি নিজেকে সেই বিশেষ ভুমিতে প্রকাশিত করেন। তাই সেই ভুমিও অত্যন্ত পবিত্র, বৃন্দাবন।"
৬৬১১১৭ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০৮.১৫-২০ - নিউ ইয়র্ক