BN/661123 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 13:46, 29 November 2020 by MinaksiRadhika (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রবণম্ কীর্তনম্ বিষ্ণো স্মরণম্। এখন তোমারা ভগবদগীতা থেকে যা শ্রবণ করলে, তোমাদের উচিত বাড়িতে গিয়ে সেটা স্মরণ করা যে,'স্বামীজি কি বলেছেন, এরকম বলেছেন এবং আমি কিভাবে এটিকে আমার জীবনে প্রয়োগ করতে পারি?'....আমাদের এটি স্মরণ করা উচিত। এই স্থান ত্যাগ করার সাথে সাথেই আমাদের তা ভুলে যাওয়া উচিত নয়। আর যদি কোন প্রশ্ন থাকে, কোন সন্দেহ তাহলে তোমাদের উচিত এই সমাবেশের সামনে তা উপস্থাপন করা। আমি খুঁজছি। আমি তোমাদেরকে যেকোনো প্রশ্নের জন্য স্বাগত জানাচ্ছি কারণ আমরা একটি খুব সুন্দর আর মহান বিজ্ঞান সম্বন্ধে বোঝার চেষ্টা করছি। তাই এটি সমস্ত জটিল অধ্যয়ন দিয়ে বোঝা উচিত। আমরা তোমাদেরকে অন্ধের মতো এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছিনা।"
৬৬১১২৩ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ০৯.০২-৫ - নিউ ইয়র্ক