BN/661124 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 13:48, 29 November 2020 by MinaksiRadhika (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবান বলেছেন, ময়াধ্যক্ষেন। ময়াধ্যক্ষেন মানে 'আমার তত্ত্বাবধায়নে, আমার নিয়ন্ত্রণে।' সুতরাং জড়া প্রকৃতি এত সুন্দর ভাবে পরিচালিত হতে পারে না যদি তার পিছনে কারো হস্তক্ষেপ বা ভগবানের হস্তক্ষেপ না থাকে। এটি স্বীকার করতেই হবে। তুমি দেখতে পাবেনা, তুমি এমন কোন উদাহরণ দিতে পারবে না যেখানে জড় বস্তু নিজে নিজেই কাজ করছে। তোমার অভিজ্ঞতায় এমন কোন উদাহরণ নেই। জড় হচ্ছে নিষ্ক্রিয় বা অসাড়। চিন্ময় স্পর্শ ব্যতীত তার ক্রিয়াশীল হবার কোনো সম্ভাবনাই নেই। জড় বস্তু নিজে নিজে ক্রিয়াশীল হতে পারে না।"
661124 - প্রবচন BG 09.04-7 - নিউ ইয়র্ক