BN/681108 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 05:04, 21 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
এখানে আমরা আত্মা, চেতনা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্তরে গড়ে উঠছে। এটাই জীবনের ঘটনা করে। এবং এভাবে ভিন্ন ভিন্ন যোনির জীবন গড়ে উঠছে, ৮,৪০০,০০০ যোনি। বিভিন্ন দেহ গড়ে উঠছে। ঠিক এই শিশুর মতন। এখন এই শিশুর এক রকমের দেহ আছে। যখন এই শিশু, বোরো একটি মেয়েটা পরিণত হবে, তার চেতনা কত পরিবর্তন হয়ে যাবে- একই মেয়ে যদিও। সুতরাং আত্মা দেহের মধ্যে আবদ্ধ, এবং দেহের ভিত্তিতে, ভিন্ন চেতনা। এটা বোঝা খুব সহজ। এই শিশুর উদাহরণ নেও। একই শিশু, একই আত্মা, যেহেতু একটি ভিন্ন দেহে অবস্থান করছে, মায়ের যেওনা থেকে তাই তা আলাদা, কারণ মা এবং সন্তানের বিভিন্ন দেহ রয়েছে।"
৬৮১১০৮ - প্রবচন ব্রহ্মসংহিতা ৫.২৯ - লস্‌ এঞ্জেলেস্‌