BN/690523 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমি যখন নিউইয়র্কে ছিলাম, একজন বৃদ্ধা মহিলা, তিনি আমার ক্লাসে আসতেন । সেকেন্ড এভিনিউতে নয়; যখন আমি প্রথম সেভেন্টি সেকেন্ড স্ট্রিটে শুরু করি । তাই তার একটি ছেলে ছিল । তাই আমি জিজ্ঞেস করলাম, "তুমি তোমার ছেলেকে বিয়ে দিচ্ছ না কেন?" "ওহ, যদি সে স্ত্রী

ভরণপোষণ করতে পারে, আমার কোন আপত্তি নেই ।" এই যুগে শুধু একজন স্ত্রী ভরণপোষণ করা একটি মহান কাজ । দাক্ষ্যং কুটুম্বভরণং (শ্রীমদ্ভাগবত ১২/০২/০৬)। এবং তবুও আমরা খুব গর্বিত যে আমরা উন্নত হচ্ছি । এমনকি একটি পাখি একটি স্ত্রীকে রক্ষা করে, এমনকি একটি পশুও স্ত্রীকে রক্ষা করে । আর একজন স্ত্রীকে রক্ষা করতে মানুষ দ্বিধা করছে ? দেখছ ? এবং তারা সভ্যতায় উন্নত ? হুম ? এটা খুবই ভয়াবহ যুগ । অতএব চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কোনভাবেই তোমার সময় নষ্ট করবে না। কেবল হরে কৃষ্ণ জপ কর । হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম... (শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ১৭/২১)। সুতরাং মানুষ আধ্যাত্মিক জীবনে মোটেও আগ্রহী নয় । কোন অনুসন্ধান নেই ।"

৬৯০৫২৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০৫/০১-০৮ -নিউ বৃন্দাবন, আমেরিকা