BN/700427 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 10:56, 17 September 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revise links, localize and redirect them to the de facto address)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখানে একটি সুযোগ রয়েছে যাতে তুমি কৃষ্ণভাবনাময় হতে পার এবং সমস্ত সমস্যার সমাধান করতে জীবনকে গড়ে তুলতে পার। যদি তা পার, তবে আবার চুরাশি লক্ষ প্রজাতির জন্ম-মৃত্যুর চক্রে পতিত হতে হবে। আবার এই জীবনে ফিরে আসতে বহু লক্ষ বছর সময় লেগে যাবে। ঠিক যেমন আপনি চব্বিশ ঘন্টা পরে আবার সূর্যের আলো দেখতে পাবেন... বার ঘন্টা, চব্বিশ ঘন্টা, সকালবেলায় দেখতে পাবেন। সবকিছুই একটি প্রক্রিয়া। প্রক্রিয়া। সুতরাং তুমি যদি নিজেকে উন্নীত করার এই সুযোগটি হারাও তবে আবার তোমাকে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। প্রকৃতির আইন খুব শক্তিশালী। দৈবী হি এষা গুণময়ী (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৪)। আপনি যত শীঘ্র শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করবেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম্‌ তরন্তি তে। সেই ধরণের ব্যক্তিই কেবল জড়া প্রকৃতির এই প্রক্রিয়াটি অতিক্রম সক্ষম হন।"
৭০০৪২৭ - ঈশোপনিষদ আবাহন মন্ত্রের ওপর প্রদত্ত প্রবচনের উদ্ধৃতাংশ - লস্‌ এঞ্জেলেস্‌