BN/710217c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

Revision as of 23:34, 12 May 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অজামিল শুদ্ধভাবে সংকীর্তন করেনি। ঠিক যেমন আমরা দশটি অপরাধ বর্জন করে মহামন্ত্র জপ করার উপদেশ দেই। সুতরাং অজামিলের এই ধরণের কোন পরিকল্পনা ছিল না। সে কখনো মনে করেনি যে সে নারায়ণের পবিত্র নাম জপ করছে। শ্রীধর স্বামী ঠিক এই বিষয়টির উপর জোর দিয়েছেন, সে শুধুমাত্র তার পুত্রকে ডাকার চেষ্টা করছিল, যার নাম ছিল নারায়ণ। এটা প্রকৃত কীর্তন ছিল না। কিন্তু তবুও এই উচ্চারণ, এই চিন্ময় শব্দ তরঙ্গ, এটাও এমন শক্তি রাখে যে তা পবিত্র নাম জপের নিয়ম-কানুন অনুসরণ না করেও নাম উচ্চারণকারী ব্যক্তিকে তৎক্ষণাৎ তার সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত করে দেয়। এই বিষয়টির উপরেই এখানে জোর দেয়া হয়েছে।"
৭১০২১৭ - প্রবচন - গোরক্ষপুর