BN/710805 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি যদি প্রকৃত আনন্দ, শান্তি চাও, তাহলে তুমি নিজেকে ভগবানের, সেবায় নিয়োজিত করো, যিনি পরম ভোক্তা। ঠিক এই আঙ্গুলটির মতো, এটাকে যদি হাত থেকে কেটে রাস্তায় ফেলে দেয়া হয়, এর কোন মূল্য থাকবে না। কিন্তু যতক্ষন এই আঙ্গুলটি শরীরের সাথে যুক্ত আছে, সেখানে কোন ব্যাথা হলে তুমি হাজার হাজার ডলারও খরচ করতে পারবে, কারণ তখন এর কিছু মূল্য আছে। একইভাবে ভগবানের অপরিহার্য অংশ হিসেবে, আমরা যদি ভগবানের সাথে যুক্ত থাকি, তাহলে আমরা সুখী হতে পারবো এবং আমাদের কিছু মূল্য থাকবে। অন্যথায় এটি শুধুমাত্র অকাজে সময় নষ্ট করা।
710805 - প্রবচন - লন্ডন