BN/720624 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 05:24, 25 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং কেউ অবশ্যই সত্য দেখেছে, সত্য উপলব্ধি করেছে। তদ্ বিজ্ঞানঅর্থম্ স গুরুম এব বিগচ্ছেত্ (মুণ্ডক উপনিষদ ১/২/১২)। যে গুরু, মানে যিনি সত্য দেখেছেন। সে কিভাবে সত্য দেখেছে? পরম্পরা পদ্ধতির মাধ্যমে। কৃষ্ণ এই কথা বললেন, এবং তারপর ব্রহ্মা একই কথা বললেন, তারপর নরদা একই কথা বললেন, ব্যাসদেব একই কথা বললেন, এবং তারপর শৃঙ্খলাবদ্ধ উত্তরাধিকার, , মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, ভগবান চৈতন্য, ষট্-গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীনিবাসাচার্য, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্ত্তী ঠাকুর --এইভাবে-- জগন্নাথ দাস বাবাজী,গৌর কিশোর দাস বাবাজী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী। তারপর আমরা একই কথা বলছি। তা নয় 'কারণ আমরা আধুনিক হয়েছি, আমরা, আধুনিক বিজ্ঞান বদলে গেছে'। কিছুই পরিবর্তিত হয়েছে. এটা সবই বোকামি ”।
৭২০৬২৪ - প্রবচন শ্রীমৎভাগবত ২/৪/১ - লস্‌ এঞ্জেলেস্‌