BN/Prabhupada 0179 - আমাদের অবশ্যই কৃষ্ণের উদ্দেশ্যে কাজ করা উচিত

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on SB 1.16.6 -- Los Angeles, January 3, 1974

এই মায়াবাদী দার্শনিকরা, তারা অনেক উপরে যেতে পারে, জ্ঞান দ্বারা, ধারণা দ্বারা, কিন্তু তারা আবারও পতিত হবে। কেন? অনাদিত যুস্মাদ অনগ্রহঃ (শ্রী ভ ১০.২.৩২) "কারণ তারা আপনার চরনের আশ্রয় লাভ করতে পারেনি, তাই তারা পতিত হবে।" এটা নিরাপদ নয়। যেহেতু একজন মানুষ থাকতে পারে না কোনও কাজ ছাড়া, কোনো ইচ্ছা ছাড়া। সেটা সম্ভব নয়, একজন মানুষ, পশু, কোনও, এমনকি পোকাও তাকে অবশ্যই কিছু করতে হবে। আমি বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। আমার এক ছেলে শিশুবেলায় ..., যখন আমি যুবক ছিলাম, সে খুবই দুষ্টু ছিল .. তাই কখনও কখনও আমরা তাকে র‍্যাকে রাখতাম। সে নিচে নামতে চাইত না। তাই তিনি এত অস্বস্তিকর অনুভব করছিলেন কারণ তার কার্যকলাপ র‍্যাকে বন্ধ ছিল। তাই আপনি কার্যকলাপ বন্ধ করতে পারবেন না। সেটা সম্ভব না। আপনাকে অবশ্যই ভাল কার্যকলাপ করতে হবে। তারপর তুমি থামবে। পরম দৃষ্টা নিবর্ততে (ভ.গী.২.৫৯)

সুতরাং এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন হল যে আপনি পাবেন ভাল কার্যকলাপ। তাই আপনি নিকৃষ্ট কার্যক্রম ছেড়ে দিতে পারেন। অন্যথায়, কেবল নেতিবাচকভাবে, এটা সম্ভব নয়। আমাদের কাজ করতে হবে আমাদের কৃষ্ণের অনুরোধে কাজ করতে হবে। আমরা কৃষ্ণের মন্দিরের যাব, অথবা আমরা কৃষ্ণের বই বিক্রি করতে যাব বা কৃষ্ণের ভক্তের সাথে দেখা করতে যাব। এটা সুন্দর।। কিন্তু আপনি কাজ বন্ধ করতে পারবেন না। সেটা সম্ভব না। তারপর আপনার নিষ্ক্রিয় মস্তিষ্ক শয়তান এর কর্মশালা হবে। হ্যাঁ। তারপর আপনি নিচে পতিত হবেন, "কিভাবে মহিলার কাছে যেতে হবে? কিভাবে যেই মানুষের কাছে যেতে হবে?" যদি আপনি কাজ বন্ধ করেন, তাহলে আপনাকে আবার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কাজ করতে হবে। এখানেই শেষ। একইভাবে, আপনাকে কোন ধারনা নিতে; আপনি এটি বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনাকে এটি সংযুক্ত করতে হবে। এটা কৃষ্ণ চেতনা।