BN/Prabhupada 0417 - এই জীবনে এবং পরবর্তি জীবনে খুশী থাকো

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture & Initiation -- Seattle, October 20, 1968

কৃষ্ণ ভাবনামৃত অন্দোলন গ্রহণ করুন এবং এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হন। যদি আপনি এই জীবনে কৃষ্ণের সঙ্গে আপনার প্রেমের বিষয় শেষ করতে পারেন, তাহলে আপনি শতাংশ ভাগ কাজ করে ফেলেছেন। যদি না হয়, তাহলে যতটুকু ভাগ এই জীবনে করবেন সেইটুকুই আপনার সঙ্গে থেকে যাবে। এটা শেষ হয়ে যাবে না। যেটি ভগবদ গীতায় বলা হয়েছে, শুচিনাম্‌ শ্রীমতাম্‌ গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে (ভ.গী. ৬.৪১) যিনি শতাংশ ভাগ এই যোগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারে, তাকে পরবর্তী জন্মে একটা সুযোগ দেওয়া হয়, হয়ত একটি ধনী পরিবারে জন্ম নেওয়ার জন্য বা একটি খুব শুদ্ধ পরিবারে জন্ম পাওয়ার জন্য। দুটি বিকল্প, আপনি শুদ্ধ পরিবারে বা ধনী পরিবারে জন্ম গ্রহণ করবেন, অন্তত একজন মানুষ হিসাবে আপনার জন্ম নিশ্চিত। কিন্তু যদি আপনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ না করেন, আপনি জানবেন না আপনার পরবর্তী জীবন কি হবে। ৮৪,০০,০০০ লক্ষ প্রকারের জীব যোনী আছে এবং এর যেকোন একটির মধ্যে আপনাকে পাঠানো হবে। যদি আপনাকে বৃক্ষের যোনীতে পাঠানো হয়...যেমন আমরা দেখেছি সানফ্রান্সিস্কোতে। তারা বলে যে এই গাছগুলি সাত হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে।" তারা সাত হাজার বছর ধরে বেঞ্চে দাঁড়িয়ে আছে। ছেলেদের কখনও কখনও স্কুলে শিক্ষকদের দ্বারা শাস্তি দেওয়া হয়, "বেঞ্চের উপরে দাঁড়াও।" তাই এই গাছকে শাস্তি দেওয়া হয়, "দাঁড়িয়ে থাকো," প্রকৃতির আইন দ্বারা। সুতরাং একটি গাছ হবার সম্ভাবনা আছে, একটি কুকুর হবার সম্ভাবনা আছে, একটি বিড়াল, বা এমনকি একটি ইঁদুর হবার সম্ভাবনা আছে। তাই অনেক জন্ম আছে। মানব জন্মের এই সুযোগটি মিস করবেন না। কৃষ্ণের প্রতি আপনার ভালবাসা পূর্ণ করুন এবং এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হোন।