BN/Prabhupada 0526 - যদি আমরা কৃষ্ণকে খুব দৃঢ়ভাবে ধরে রাখি, মায়া কিছু করতে পারবে না

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

তমাল কৃষ্ণঃ মায়া যদি আমাকে ধরে ফেলে, তাহলে কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার দ্রুততম উপায় কী?

প্রভুপাদঃ ওহ, সেটা কৃষ্ণ। কেবল কৃষ্ণ... যখন মায়ার আকর্ষণ হবে, শুধুমাত্র কৃষ্ণের কাছে প্রার্থনা কর। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন।" এটাই একমাত্র পথ। এবং তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা মায়ার রাজ্যে আছি, তাই এখানে মায়া খুব শক্তিশালী, যদি আপনি কৃষ্ণকে খুব শক্তভাবে ধরে থাকেন, মায়া কিছু করতে পারবে না। আমাদের উচিত কৃষ্ণকে খুব শক্তভাবে ধরে থাকা। তাহলে আর পতিত হবার ভয় থাকবে না। হ্যাঁ।

মধুদ্বিষঃ প্রভুপাদ, যখন আমরা কীর্তনে যাই, জপ করি, লোকজনকে আমাদের সাথে কীর্তনে যুক্ত করার সবচেয়ে ভাল উপায় কি হবে? সবচেয়ে কার্যকরী পন্থা কি হবে?

প্রভুপাদঃ সবচেয়ে ভাল উপায় হচ্ছে তুমি কীর্তন করতে থাকো। তোমার কাজ মানুষকে সন্তুষ্ট করা নয়। তোমার কাজ হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, এবং লোকের ভীড় এমনিতেই সন্তুষ্ট হবে। আমরা লোকজনকে খুশি করতে যাচ্ছি না। আমরা যাচ্ছি তাদের কিছু দিতে, কৃষ্ণকে দিতে। তাই তোমাদের খুব সাবধান হতে হবে, আমরা কি সঠিকভাব কৃষ্ণকে প্রদান করছি। তাহলেই তারা প্রসন্ন হবে। তোমরা একমাত্র কাজ কৃষ্ণকে খুশি করা। তাহলে সবকিছু এমনিতেই খুশি হবে। যস্মিন্‌ তুষ্টে জগত তুষ্টম্‌। যদি কৃষ্ণ প্রসন্ন হন, তাহলে সমস্ত পৃথিবী প্রসন্ন হবে। যদি গাছের গোড়ায় জল দাও, তাহলে সেটি এমনিতেই সমস্ত অংশে তা ছড়িয়ে যাবে। সুতরাং কৃষ্ণ হচ্ছেন বড় গাছ, গাছের বড় শেকড়, এবং তুমি শুধু কৃষ্ণকে জল দিয়ে যাও। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর এবং নিয়ম নীতিগুলি পালন কর, তাহলে সবকিছু ঠিক হবে।