BN/Prabhupada 0897 - যদি আপনি কৃষ্ণভাবনায় ভাবিত থাকেন, তবে এটিই আপনার লাভ

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


730417 - Lecture SB 01.08.25 - Los Angeles

যদি আপনি কৃষ্ণ ভাবনায় থাকেন, সেটা আপনার লাভ। শুধু একটি নামমাত্র শাস্তির মত। কখনও কখনও আদালতে একজন বড় মানুষ অপরাধী হয়। তাই বলা হয়, যদি বিচারক ১০০,০০০ ডলার চান তবে তাকে অবিলম্বে দিতে হয়। কিন্তু তিনি তার কাছে চানঃ "আপনি এক পয়সা দিতে পারেন।" কারণ এটিও শাস্তি। কিন্তু কম করে। একইভাবে আমাদের অতীত কাজের কারণে আমাদের পিড়ীত হতে হবে। এটা একটা সত্য। আপনি এড়াতে পারবেন না। কর্মাণি নিদ্ধতি কিন্তু চ ভক্তি ভাজাম (ব্র.সং ৫.৫৪) কিন্তু যারা ভক্তিমূলক সেবায় আছেন, যারা কৃষ্ণ ভাবনামৃতে আছেন, তাদের কষ্ট কম করে হয়, নামমাত্র। যেমন কেউ যদি মরার থাকে। সে মরার পরিবর্তে তার আঙ্গুল ছুরি দিয়ে কিছুটা কেটা যায়। এইভাবে, কর্মাণি নিদ্ধতি কিন্তু চ ...

যারা ভক্তিমূলক সেবায় আছেন, তাঁরা হলেন: আহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষ্যয়স্বামী (ভ.গী.১৮.৬৬) কৃষ্ণ আশ্বাস দেয় যেঃ "আমি পাপী জীবনের প্রতিক্রিয়া থেকে আপনাকে রক্ষা করব।" সুতরাং যখন খুব মারাত্মক অপরাধমূলক কার্যকলাপ তার অতীতে...কখনও কখনও এরকম হয়। তাকে ফাঁসি দেবার পরিবর্তে, অল্প আঙ্গুল কেঁটে যায় ছুরি দিয়ে। এই হল অবস্থান। তাহলে কেন আমরা বিপদের ভয় পাব? আমাদের কেবল কৃষ্ণ ভাবনার উপর নির্ভর করা উচিত, যদি আমরা কৃষ্ণ ভাবনায় থাকি, সে কোন পরিস্তিতিতে, তাহলে আমার সুবিধা এই যে আমাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। অপূনর ভব দর্শনম (শ্রী.ভা.১.৮.২৫) বারবার, যেমন আপনি শ্রীকৃষ্ণকে চিন্তা করবেন, যেমন যেমন আপনি কৃষ্ণকে দেখবেন, যখন আপনি কৃষ্ণ সন্মন্ধে পরবেন, কৃষ্ণের জন্য কাজ করবেন। যে কোন উপায়ে হোক, যদি আপনি কৃষ্ণভাবনায় থাকেন, সেটি আপনার লাভ। এবং এই লাভ আপনাকে জড় জগতে আবার জন্মগ্রহণ থেকে রক্ষা করবে। এটাই আসল লাভ। এবং যদি আমি একটু সহজ হয়ে যাই আমার তথাকথিত কর্ম দ্বারা, এবং যদি আমি কৃষ্ণকে ভুলে যাই, এবং তবে আবার জন্ম নিতে হবে, তাহলে আমার লাভ কি? আমাদের এই সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন করা উচিত।