BN/Prabhupada 1030 - ভগবানকে বোঝার জন্য মানব জীবন। এটাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


740628 - Lecture at St. Pascal's Franciscan Seminary - Melbourne

এটি বৈদিক সাহিত্যে বলা হয়েছে যে, অথঃ শ্রীকৃষ্ণ নামাদি। কৃষ্ণ ভগবানের নাম। তাই বলা হয়েছে কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণের গুন, কৃষ্ণের কার্যকলাপ... অথঃ শ্রীকৃষ্ণ নামাদি শুরু হয় নাম থাকে। সুতরাং শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ (চৈ.চ.মধ্য ১৭.১৩৬) ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় আমরা বুঝতে পারি না কৃষ্ণ কি অথবা ভগবান কি- তার নাম, তার রূপ, তার গুন, তার লীলা... আমরা এই কদর্য জড় ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারব না। তাহলে কীভাবে বোঝা যায়? প্রকৃতপক্ষে, এই মানব জীবন ভগবানকে বোঝার জন্য। এটা মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। প্রকৃতি, জড় প্রকৃতি, আমাদের এই মানব জীবনে এই সুযোগ দিয়েছেন। এই মানব জীবনের এটাই সুবিধা, এই রূপ কেবল ভগবানকে বোঝার জন্য। জীবনের অন্য রূপ - বিড়াল এবং কুকুর, গাছ এবং অন্য অনেক জিনিস; সেখানে ৮৪,০০,০০০ রূপ আছে-তাই জীবনের অন্য রূপে ভগবানকে বোঝা সম্ভব নয়। যদি আমরা আপনাদের দেশের সমস্ত কুকুরকে ডাকি, এখানে এস। আমরা ভগবানের কথা বলছি, না সেখানে বোঝার কোন সম্ভবনা নেই। কিন্তু মানুষ্য জীবনে এটি সম্ভব। এটা ভারত বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে কিনা তা কোন ব্যাপার না। যে কোন মানুষ, যদি তিনি চেষ্টা করেন এবং যদি তিনি শাস্ত্রগুলি পড়েন - মনে কিছু করবেন না, বাইবেল, ভগব্ত গীতা, ভাগবত-তবে সে ভগবানকে বুঝতে পারবে।