BN/Prabhupada 0711 - দয়া করে আপনারা যা শুরু করেছেন, তা থামাবেন না - এটি অত্যন্ত আনন্দের সাথে চালিয়ে যান



Speech Excerpt -- Mayapur, January 15, 1976

প্রভুপাদঃ ... এতে সবচাইতে আনন্দের বিষয় এই যে ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা যে ইউরোপীয়, আমেরিকান এবং ভারতীয়রা সকলেই এক সঙ্গে, আনন্দে নৃত্য করবে এবং "গৌরহরি" বলে কীর্তন করবে।

তাই এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এক পারমার্থিক রাষ্ট্রসংঘের উদ্দেশ্যে স্থাপিত যা রাষ্ট্রসংঘ করতে ব্যর্থ হয়েছে সেটি এখানে আমরা সফল করব শ্রীচৈতন্য মহাপ্রভুর দেয়া পন্থা অনুযায়ী

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচার হইবে মোর নাম
(চৈতন্য ভাগবত অন্ত্যখণ্ড ৪.১২৬)

তাই তোমরা সকলেই বিশ্বের বিভিন্ন সব অংশ থেকে এসেছ এবং এই মন্দিরের সাথে একসাথে বসবাস করছ। তাই এই ছোট ছোট ছেলেদের প্রশিক্ষণ দাও। আমি খুব খুশি, বিশেষ করে, ছোট শিশুদের দেখে অন্য সব দেশ থেকে এবং ভারতীয়, বাঙালি, সবাই একসাথে, তাদের দেহাত্মবুদ্ধি ভুলে একত্র হয়েছে। এই আন্দোলনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব এই যে সবাই দেহাত্মবুদ্ধির ধারণা ভুলে যায়। এখানে কেউ এটা মনে করে না "ইউরোপিয়ান," "আমেরিকান," "ভারতীয়," "হিন্দু," "মুসলিম," "খ্রিস্টান" হিসাবে। তারা এই সব পদ ভুলে যায়, এবং শুধু ভাবাবিষ্ট হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আনন্দিত হয়। তাই তোমরা যা শুরু করেছ, তা কখনও ভেঙ্গ না। এটি খুব আনন্দের সাথে চালিয়ে যাও। এবং মায়াপুরের প্রভু, শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি তোমাদের ওপর উপর অত্যন্ত প্রসন্ন হবেন, এবং অবশেষে তোমরা ভগবদ্ধা‌মে ফিরে যাবে।

ধন্যবাদ (শেষ)।