BN/Prabhupada 0883 - শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের সঙ্গে পিতা মাতা হিসেবে সম্পর্কিত হতে ভালবাসেন



Lecture on SB 1.8.21 -- New York, April 13, 1973

শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের সঙ্গে পিতা মাতা হিসেবে সম্পর্কিত হতে ভালবাসেন এই জড় জগতে আমরা ভগবানের সাথে পিতার সম্পর্ক করতে চেষ্টা করি, কিন্তু কৃষ্ণ চান পুত্র হতে। তাই বলা হচ্ছে নন্দগোপ (ভাগবত ১/৮/২১)। তিনি ভক্তের সন্তান হতে ভালবাসেন সাধারণ মানুষেরা ভগবানকে পিতা রূপ দেখতে চায়, কিন্তু সেটি কৃষ্ণের কাছে এতোটা আনন্দের নয় পিতা হওয়া মানে সবসময় বিরক্তি, "এটা দাও, এটা দাও, ওটা দাও"। অবশ্যই কৃষ্ণের দেয়ার মতো অসীম আছে একো বহুনাম্‌ বিদধাতি কামান্‌। তিনি সবাইকেই তাঁর চাহিদামতো দিতে পারেন তিনি হাতির জন্য খাবার সরবরাহ করছেন, তিনি পিঁপড়ের জন্য খাবার সরবরাহ করছেন তাহলে মানুষকে কেন দেবেন না? কিন্তু এইসব মূর্খেরা জানে না। ওরা রুটিরুজির জন্য দিনরাত গাধার মতো কাজ করে চলেছে আর যদি সে গির্জায় যাবে তো ওখানে গিয়েও বলবে, "আমার রোজের রুটি দিন" ওদের শুধু রুটিই সমস্যা। ব্যাস্‌। যদিও জীব পরম ধনীর সন্তান, তাও সে এই রুটি সমস্যার সৃষ্টি করেছে একে বলে অজ্ঞানতা। সে মনে করে যে, "যদি আমি আমার রুটির সমস্যা না মেটাই, যদি আমি দিনরাত ট্রাক না চালাই ... (ট্রাকের আওয়াজ অনুকরণ করে হাসি) কতোটা মূর্খ সভ্যতা। রুটি সমস্যা। কোথায় রুটি সমস্যাটা ? শ্রীকৃষ্ণ সব দিতে পারেন। তিনি যদি আফ্রিকাতে খাবার সরবরাহ করতে পারেন - লক্ষ লক্ষ আমেরিকান হাতি আছে এবং তাদের খাবারও সরবরাহ করা হচ্ছে

ভাগবতে বলা হয়েছে এই আহার সমস্যার জন্য তোমার সময় নষ্ট কর না। সময় নষ্ট কর না। তস্যৈব হেতোঃ প্রযতেত কোবিদো ন লভ্যতে যদ্‌ ভ্রমতাম্‌ উপরি অধঃ (ভাগবত ১/৫/১৮) কীভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায়, তার পেছনে তোমার সময় নষ্ট কর না। সেটা হবে মূর্খতা। অবশ্যই, এই কথাটা অত্যন্ত বৈপ্লবিক। মানুষ আমাকে ঘৃণা করবে। "এই স্বামীজী এসব কি বলছে?" কিন্তু এটাই বাস্তব। এটা আরেক ধরণের পাগলামি। ধর, তোমার পিতা খুব ধনী, তাঁর কাছে যথেষ্ট খাবার আছে তাহলে কোথায় তোমার আর্থিক সমস্যা? সেটি পাগলামি। কোন আর্থিক সমস্যা নেই। যদি তুমি জান যে, "আমার পিতা এই শহরের সবচাইতে ধনী ব্যক্তি" তাহলে তোমার আর্থিক সমস্যাটি কি? আসলে এই হচ্ছে অবস্থা। আমাদের কোন অর্থনৈতিক সমস্যা নেই। সবকিছুই আছে। সম্পূর্ণ। পূর্ণমদঃ পূর্ণমিদম্‌ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে (ঈষোপনিষদ আবাহন) সবকিছুই পূর্ণ। জল লাগবে, দেখ, সমুদ্রভরা জল শুদ্ধ জল লাগবে। তা তুমি পেতে পারবে না। যদিও সমুদ্রে অনেক জল। কিন্তু যখন জলের অভাব তখন তোমাকে কৃষ্ণের সাহায্য নিতে হবে। তিনি সেই জল বাষ্প করবেন, তারপর তা মেঘ বানাবেন এরপর যখন তা পড়বে তখন তা সুপেয় হবে। নাহলে তুমি (সমুদ্রের জল) স্পর্শও করতে পারবে না সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। সবকিছুই পূর্ণ - জল, আলো, তাপ। সবকিছুই পূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে (ঈষোপনিষদ আবাহন) তাঁর গচ্ছিত সম্পদ কখনও শেষ হয় না। তোমাকে কেবল তাঁর অনুগত হতে হবে, তুমি সব পাবে। এটা বুঝতে পারছ।

এইসব কৃষ্ণভাবনাময় ব্যক্তিদের কোন আর্থিক সমস্যা নেই। কৃষ্ণ সবকিছুই যথেষ্ট পরিমাণে দিয়েছেন। লস্‌ এঞ্জেলেস্‌-এ প্রতিবেশীরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। ওরা ভাবে, "আপনারা কোন কাজ করেন না, আপনাদের কোন দুশ্চিন্তা নেই, চারটে গাড়ি আছে। আপনার ভাল ভাল খাচ্ছেন, কীভাবে সম্ভব?" ওরা আমাদের ভক্তদের কাছে জিজ্ঞাসা করে। আসলেই তা সত্যি। আমরা এত এত টাকা খরচ করছি, আমাদের এতগুলি কেন্দ্র আছে হিসেব করে দেখা যায়, আমরা প্রায় ৭০ হাজার ডলারের মতো খরচ করি। কে দিচ্ছে এসব আমাদের? যে কোন ভাবেই হোক আমরা তা পাচ্ছি। তাই কোন সমস্যা নেই। তুমি কেবল কৃষ্ণের ঐকান্তিক সেবক হও। সবকিছুই রয়েছে। এটাই হচ্ছে পরীক্ষা।