BN/Prabhupada 0957 - মুহম্মদ বলেছেন তিনি ভগবানের সেবক। খ্রিষ্ট বলেছেন তিনি ভগবানের পুত্র



750624 - Conversation - Los Angeles

প্রভুপাদঃ মোহাম্মদ বলেছেন তিনি ভগবানের সেবক। যীশুখ্রিষ্টও বলেছেন তিনি ভগবানের পুত্র। এবং শ্রীকৃষ্ণ বলেছেন, " আমি ভগবান।" তাহলে পার্থক্যটা কোথায়? পুত্র একই কথা বলবে, সেবক একই কথা বলবেন, এবং পিতাও সেই একই কথাই বলবেন। ধর্মতত্ত্ব হল ভগবান কে জানা এবং তার নির্দেশ মেনে চলা। আমি তাই বুঝি। এবং ধর্মতত্ত্ব এই নয় যে ভগবান কে, সেই সম্পর্কে গবেষণা করা। তাই যদি আপনি ধর্মতত্ত্ববিদ হন, তাহলে আপনি অবশ্যই জানবেন যে ভগবান কি এবং তার নির্দেশ মেনে চলবেন। আপনি কি মনে করেন, ডাঃ জুদাহ?

ডাঃ জুদাহঃ ক্ষমা?

প্রভুপাদঃ আপনি এই প্রস্তাব সম্পর্কে কি মনে করেন?

ডাঃ জুদাহঃ হ্যাঁ, আমার মনে হয় আপনি ঠিক। আমার মনে হয় যে এটি... অবশ্যই, আমাদের দিন এবং যুগে আমাদের মধ্যে অনেকেই সত্যি ভগবান সম্পর্কে জানে না।

প্রভুপাদঃ হ্যাঁ। তাহলে সে ধর্মতত্ত্বজ্ঞ নয়, সে একজন ধর্মগবেষক।

ডাঃ জুদাহঃ আমরা ভগবান সম্পর্কে জানি, কিন্তু আমরা ভগবান কে জানি না।আমি আপনার সাথে সহমত।

প্রভুপাদঃ তাহলে সেটি ধর্মগবেষক। ধর্মগবেষক, তারা ভাবে যে কোন একজন উচ্চ শক্তি রয়েছেন। কিন্তু কে সেই শ্রেষ্ঠ ব্যক্তি, এটি তারা অনুসন্ধান করে। সেই একই বিষয়ঃ একটি ছেলে, সে জানে," আমার বাবা আছে," কিন্তু "কে আমার বাবা? তা আমি জানি না।" "সেটি, তোমাকে তোমার মায়ের থেকে জানতে হবে।" একাকী সে বুঝতে পারে না। তো আমাদের প্রস্তাবটি হল যদি তুমি ভগবান কে না জান, এবং এখানেই ভগবান, শ্রীকৃষ্ণ, তুমি কেন তাকে গ্রহণ করছ না? প্রথমত তোমরা জান না। এবং যদি আমি উপস্থাপন করি, "এখানে ভগবান আছেন," তাহলে তোমরা মেনে নিচ্ছ না কেন? তাহলে উত্তর টা কি? আমরা ভগবান কে উপস্থাপন করছি, "এখানে ভগবান আছেন।" এবং বড় বড় আচার্যগণ তা মেনে নিয়েছেন- রামানুজাচার্য, মধ্বাচার্য, বিষ্ণুস্বামী, ভগবান শ্রীচৈতন্য, আমাদের গুরু পরম্পরায় আমার গুরুমহারাজ- এবং আমিও প্রচার করছি, " ইনিই ভগবান।" আমি খামখেয়ালিভাবে কোন ভগবানকে উপস্থাপন করছি না। আমি এমন একজন কে ভগবান হিসেবে উপস্থাপন করছি যিনি স্বীকৃতিপ্রাপ্ত। তাহলে কেন তোমরা মেনে নিচ্ছ না? সমস্যাটা কোথায়?

ডাঃ জুদাহঃ আমি মনে করি একটি সমস্যা হল যে অনেকেই প্রবীণ প্রজন্মের রয়েছেন, আমরা একটি নির্দিষ্ট ধরণের জীবন ধারা পালন করি, এবং...

প্রভুপাদঃ তাহলে তোমরা ভগবান সম্পর্কে ঐকান্তিক নও।

ডাঃ জুদাহঃ এবং এটি পরিবর্তন করা কঠিন। সেটিই সবথেকে বড় সমস্যা।

প্রভুপাদঃ তাহলে তোমরা ঐকান্তিক নও। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান্‌ পরিত্যজ্য মামেকং শরণং (গীতা ১৮.৬৬)- "সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ কর।"

ডাঃ জুদাহঃ তা ঠিক।

প্রভুপাদঃ কারণ আপনি যদি সবকিছু পরিত্যাগ করতে প্রস্তুত না হন, তাহলে আপনি ভগবান কে গ্রহণ করতে পারবেন না।

ডাঃঅরঃ আমার মনে হয়য় আপনি ডাঃ ক্রসলির সাথে একটু অন্যায় করছেন। আমি মনে করি আপনি যা বলছেন তা সত্য, যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আমাদের ভগবান সম্পর্কে জানা উচিত, কিন্তু আমার মনে হয় না যে এটি বলা ঠিক যে এই সম্পর্কে জানা খারাপ যে অন্য লোকেরা কীভাবে, অথবা অন্য মানুষেরা ...

প্রভুপাদঃ না, আমি খারাপ কথা বলি নি। আমি বলেছি যদি তোমরা ভগবান সম্পর্কে এখন ঐকান্তিক হও, এখানে ভগবান আছেন।

ডাঃ অরঃ সেজন্যই বিশ্ববিদ্যালয় কিছু অংশ রয়েছে, কীভাবে লোকেরা বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করেছে সে সম্পর্কে অধ্যয়ন করার জন্য।

প্রভুপাদঃ না সেটা ঠিক আছে। আমি ইতিমধ্যে সেটা বলেছি। আপনি যদি কিছু খোঁজেন, আপনি যদি সেটা পেয়ে যান, তাহলে সেটা গ্রহণ করেন না কেন?

ডাঃঅরঃ আপনি কি বিশ্বাস করেন যে খ্রিষ্ট বলেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার পিতা? প্রভুপাআদঃ নামটা ভিন্ন হতে পারে। ঠিক যেমন আমাদের দেশে আমরা বলি, এই ফুল কিছু নামে; আপনি কিছু নামে বলেন। কিন্তু জিনিসটি অবশ্যই এক। নাম এক নয়... আপনারা অন্যভাবে বলতে পারেন, যেমনটি আপনারা বোঝেন। কিন্তু ভগবান একজন। ভগবান দুজন হতে পারেন না। আপনারা তাকে ভিন্ন নাম দিতে পারেন। সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভগবান একজন। ভগবান দুজন হতে পারেন না।