BN/660304 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পবিত্র স্থানে যাওয়ার প্রকৃত অর্থ হল- এমন ব্যক্তিত্বের সন্ধান লাভ করা যাঁরা উন্নত পারমার্থিক জ্ঞানসম্পন্ন । তারা সেখানে বসবাস করছে। তীর্থযাএার মূল উদ্দেশ্যই হল তাদের সাহচর্য পাওয়া, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা। কারণ তীর্থযাত্রায়, পবিত্র স্থানে... ঠিক আমার মতো যেমনটা আমার বসবাস বৃন্দাবনে। সুতরাং বৃন্দাবনে অনেক মহান বিদ্বান এবং সাধু ব্যক্তিগন বসবাস করেন। তাই এই জাতীয় পবিত্র স্থানগুলিতে কেবল স্নানের উদ্দেশ্যেই তীর্থযাত্রা করা উচিত নয়।"
660304 - প্রবচন BG 02.11 - নিউ ইয়র্ক