BN/Prabhupada 0425 - ওরা হয়তো কিছু পরিবর্তন করেছে



Room Conversation with Carol Cameron -- May 9, 1975, Perth

গণেশঃ শ্রীল প্রভুপাদ, যদি এই জ্ঞান রাজর্ষিদের দ্বারাই বিতরণ করা হয়ে থাকে, এবং পরম্পরা প্রাপ্তম্‌ (গীতা ৪/২) কিভাবে এই জ্ঞান নষ্ট হয়ে গেল?

প্রভুপাদঃ যখন এটি সঠিকভাবে পরম্পরায় হস্তান্তর হয় নি তখন তা কেবল জল্পনা-কল্পনা দ্বারাই চলছিল। অথবা এটি সঠিক ভাবে হস্তান্তর করা হয় নি। তারা হয়তো কিছু পরিবর্তন করেছিলেন... অথবা তারা তা ঠিকভাবে প্রদান করে নি। যেমন আমি তোমার কাছে এটি বিতরণ করেছি, কিন্তু যদি তুমি তা না কর, তবে এটি হারিয়ে যাবে। এখন আমার উপস্থিতিতে কৃষ্ণভাবনামৃত আন্দোলন চলছে। এখন আমার তিরোধানের পর তোমরা যদি এটি না কর, তাহলে এটি হারিয়ে যাবে। তোমরা এখন যেভাবে করছ যদি এইভাবেই করে যাও তাহলে এটি চলতে থাকবে। কিন্তু তোমরা যদি থেমে যাও ...