BN/Prabhupada 0724 - ভক্তির পরীক্ষা



Lecture on SB 7.9.15 -- Mayapur, February 22, 1976

এই জড় জগত ভক্তদের জন্য অত্যন্ত ভয়ানক তাঁরা এই জগত সম্পর্কে অত্যন্ত ভীত। এই হচ্ছে পার্থক্য জড় বিষয়ী লোকেরা মনে করে "এই জগত খুব আনন্দের" "আমরা খাচ্ছি দাচ্ছি, ফুর্তি করছি," কিন্তু ভক্তেরা মনে করেন এই স্থান অনেক ভয়ানক কত তাড়াতাড়ি আমি এখানে থেকে বের হব? আমার গুরুমহারাজ বলতেন, "এই জড় জগত ভদ্রলোকের থাকার উপযুক্ত নয়"। তিনি বলতেন, "কোন ভদ্রলোক এখানে থাকতে পারে না"। এই সব কথা অভক্তরা বুঝতে পারে না যে এই জড় জগত কতোটা দুঃখালয় শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখালয়ম্‌ অশাশ্বতম্‌ (গীতা ৮/১৫) এই হচ্ছে ভক্ত ও অভক্তদের মধ্যে পার্থক্য দুঃখালয়ম্‌, ওরা খুব চেষ্টা করে যাচ্ছে কীভাবে একে সুখালয় বানানো যায়। কিন্তু তা সম্ভব না।

এই জড় জগত সম্বন্ধে যদি কেউ বিতৃষ্ণ না হয় তাহলে বুঝতে হবে যে সে এখনও পর্যন্ত পারমার্থিক উপলব্ধিতে প্রবেশও করে নি। ভক্তিপরেশানুভবঃ বিরক্তি অন্যত্র চ স্যাৎ (ভাগবত ১১.২.৪২) সেটি হচ্ছে ভক্তির পরীক্ষা যদি কেউ ভগবদ্‌সেবার রাজ্যে প্রবেশ করেছে তো এই জড় জগত তার কাছে এক বিন্দুও ভাল লাগবে না। বিরক্তি। আর না। আর নারে বাপ্‌ । জগাই মাধাই. ছিল দুজন কুখ্যাত বিষয়ী, নারীলোভী, মাতাল, মাংসাহারী ... এইসব আজকালকার দিনে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু ভক্তের জন্য এসব খুব ভয়ঙ্কর ব্যাপার তাই আমরা বলছি, "কোন মাদকদ্রব্য নয়, কোন অবৈধ সঙ্গ নয়, মাংসাহার নয়" এসব অনেক ভয়ানক ব্যাপার। কিন্তু ওরা এগুলো জানে না মূঢ়ঃ নাভিজানাতি। এইসব ওরা জানে না ওরা এসবেই মজে থাকে। সারাটা পৃথিবী এসব নিয়েই মত্ত ওরা জানে না যে এসব কিছুতে মগ্ন হয়ে এক অত্যন্ত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে।

এই বাজে অভ্যাস থেকে বের হতে গেলে তপস্যার প্রয়োজন

তপসা ব্রহ্মচর্যেন
শমেন দমেন বা
ত্যাগেন শৌচ...
যমেন নিয়মেন বা
(ভাগবত ৬/১/১৩)

সেইটি হচ্ছে পারমার্থিক জীবনের অগ্রগতি, তপসা। প্রথম বিষয় হচ্ছে তপস্যা। জড় জগতের তথাকথিত সুখাবস্থাকে স্বেচ্ছায় ত্যাগ করা। তার নাম তপস্যা। তপসা ব্রহ্মচর্যেন। আর সেই তপস্যা করতে গেলে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে যৌন জীবন ত্যাগ করা। সেইটি হচ্ছে ব্রহ্মচর্য।