BN/Prabhupada 0862 - যদি এই সমাজকে পরিবর্তনই করতে না পারেন, তাহলে কীভাবে আপনি সমাজ কল্যাণ করবেন



750521 - Conversation - Melbourne

পরিচালকঃ যারা সমস্যায় আছে, তাদের কেবল দেখাশোনা করাটাই আমাদের নীতি।

প্রভুপাদঃ সবাই সমস্যায় আছে?

পরিচালকঃ দুঃখিত?

প্রভুপাদঃ বর্তমানে এমনকি মন্ত্রীরাও সমস্যায় আছে

পরিচালকঃ হ্যাঁ, কিন্তু সেটি আমাদের কাজ নয়। সবাই সমস্যায় আছে। (হাসি)

প্রভুপাদঃ একটা কথা আছে, "আগে ঘর তবে'ত পর"। বুঝলেন? তারাও মাতাল। তারাও নারীলোভী, মাংসাহারী, দ্যূতক্রীড়ারত। ব্যাস্‌। তাদের ঠিক করতে হবে।

পরিচালকঃ কিন্তু আপনি তাদের সাহায্য করতে পারবেন না। আপনাকে গিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে , তখন সমাজ বলে অন্যভাবে কাজ করতে।

প্রভুপাদঃ না, না। যদি আপনি সমাজকে পরিবর্তন করতে না পারেন, তাহলে কীভাবে আপনি সমাজকল্যাণ করবেন? যদি আপনি যেমনটা আছে, তেমনটাই রাখেন, তাহলে সমাজ কল্যাণের প্রশ্ন আসছে কোথা থেকে?

পরিচালকঃ এটি অন্য ভাবে ব্যাখ্যা করে বলুন।

প্রভুপাদঃ ব্যাখ্যা... কীভাবে এই...? আমি...

পরিচালকঃ উনি আমার কথা বুঝতে পেরেছেন কি?

প্রভুপাদঃ মূলত একজন ব্যক্তিকে প্রথম শ্রেণীর আদর্শ ব্যক্তি হতে হবে। সেটাই চাই।

পরিচালকঃ এ কারণেই এটি এতো কঠিন। আপনাকে নিজেকেই কাজ করতে হবে, এবং, দেখতে হবে যে আপনি এই কাজের জন্য যোগ্য কিনা। আপনি অনেক মানুষকে বোঝাতে পারবেন কিনা ...

প্রভুপাদঃ না, না। আমাদের নিজেদের কর্মসূচি, এমন নয় যে দশজন লোকের কথা মত। আপনি আমাদের ভুল বের করুন।

পরিচালকঃ কি?

প্রভুপাদঃ আমাদের ভুল খুঁজে বের করুন।

পরিচালকঃ আমি কোন ত্রুটি দেখি না। প্রভুপাদঃ তাহলে আপনি রাজী নাও হতে পারেন। কিন্তু যখন আপনি দেখছেন যে সবকিছু ঠিকঠাক চলছে, তাহলে কীভাবে আপনি তা গ্রহণ করতে না পারেন? যদি আপনি পক্ষপাতদুষ্ট না হন।

পরিচালকঃ অবশ্যই আমি পক্ষপাতদুষ্ট। আমি ভিন্নভাবে বড় হয়েছি।

প্রভুপাদঃ হ্যাঁ। ঠিক যেমন আমাদের...

পরিচালকঃ ঠিক যেমন আপনারা আমার জীবনধারার বিরোধী।

প্রভুপাদঃ না আমরা কোন বিশেষ কিছুর পক্ষপাতী নই। আমরা পক্ষপাতদুষ্ট নই। আমরা অনুমোদন করছি। আমরা বলছি যে যদি আপনাকে প্রথম শ্রেণীর মানুষ হতে হয়, তাহলে অবশ্যই পাপকর্ম করা যাবে না। সেটাই আমাদের প্রচার।

পরিচালকঃ কিন্তু একজন সাধারণ জনগণের সেবক হিসেবে আমি এখানে কিছু পরিবর্তন করতে আসি নি।

প্রভুপাদঃ কিন্তু আমরাও তো সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণের মধ্যেই পড়ি। আপনাকে আমাদেরও সেবা করতে হবে। পরিচালকঃ হ্যাঁ। কি?

প্রভুপাদঃ আমরা জনগণ। জনগণের সদস্যই আমরা। তাই আপনার আমাদেরও সেবক হতে হবে, যদি আপনি জনগণের সেবক হয়ে থাকেন।

পরিচালকঃ জনগণের সেবক, আমাদের দর্শন অনুযায়ী, সেই ব্যক্তি যিনি জনগণের নির্বাচিত মন্ত্রীর সেবা করেন। এবং এইভাবে তিনি জনগণের সেবা করেন। আর জনগণ যা সিদ্ধান্ত নেন, তিনি সেইভাবেই কাজ করেন।

প্রভুপাদঃ তাই আমরা জনগণকে শুদ্ধ করার চেষ্টা করছি।

পরিচালকঃ হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি।

প্রভুপাদঃ তারা একজনকে নির্বাচিত করে...

পরিচালকঃ যখন আপনি জনগণকে শুদ্ধ করতে যাবেন, তারা আপনাকে বলবে ভিন্নভাবে কাজ করতে

প্রভুপাদঃ হ্যাঁ, জনগণ মি. নিক্‌সনকে তাই রাষ্ট্রপতি নির্বাচন করেছে এবং বিরক্ত হয়ে তারা তাঁকে টেনে নামিয়েছে। এটাই চলছে।

পরিচালকঃ হ্যাঁ। কিন্তু এইভাবেই সমাজ চলছে। যদি আপনি চান সমাজকে বদলাতে, তাহলে আগে আমাদের নিজেদের বদলাতে হবে। আমি কেবল সেটাই করছি যা আমাকে করতে বলা হয়েছে। নয়তো আমি আমার চাকরি হারাবো।

প্রভুপাদঃ না। আপনি যদি সত্যিই সমাজকল্যাণ কাজ করতে চান তাহলে আপনাকে সঠিক মানদণ্ড গ্রহণ করতে হবে। আর আপনি যদি নিজের মনমতো কিছু বানান, তাহলে সেটি কখনই সফল হবে না।

পরিচালকঃ আমি ... আমি আপনার সাথে একমত হতে পারি যদি আমরা সবাই কৃষ্ণ ...

প্রভুপাদঃ সবাই নয়। আমরা বলছি না ...

পরিচালকঃ তাহলে আমাদের উচিৎ... তাহলে সমাজ কল্যাণ মানে অন্য কিছু বোঝাবে।

প্রভুপাদঃ এখন, যেমনটা আমরা এখানে প্রস্তাব করছি আমি বলছি না - কৃষ্ণ বলেছেন যে, একজন ব্যক্তিকে শান্ত হতে হবে। তাহলে কীভাবে শান্ত হওয়া যায়? যদি তার মন সবসময়ই বিচলিত হয়ে থাকে, তাহলে কীভাবে তারা শান্ত হবে?

পরিচালকঃ একদম ঠিক।

প্রভুপাদঃ তো সেটি হচ্ছে সাফল্যের রহস্য। আপনি লোকদের শান্ত করতে চাইছেন, কিন্তু জানেন না যে কীভাবে তাঁদের শান্ত করা যায়। তাই আপনাকে এটি গ্রহণ করতে হবে ...

পরিচালকঃ হ্যাঁ। সমাজ এখন অনেক প্রতিযোগিতাপূর্ণ।

প্রভুপাদঃ আমরা বলি যে আপনি কেবল হরে কৃষ্ণ জপ করুন, পেট ভরে প্রসাদ পান এখানে নিশ্চিন্ত হয়ে থাকুন, এবং শান্ত হন। নিশ্চিত। যে কেউই, এমনকি যদি কোন পাগলও এই তিনটি নীতির সাথে একমত হয় হরে কৃষ্ণ কীর্তন করা, আর আমরা যাই প্রসাদ তৈরি করছি তা গ্রহণ করা, এবং শান্তিতে বাস করা, তাহলে সে শান্ত হবে।