BN/Prabhupada 0892 - যদি তুমি নির্দেশ পালনে পতিত হও, তুমি কীভাবে নিত্যদাস হবে



750522 - Lecture SB 06.01.01-2 - Melbourne

প্রভুপাদঃ হুম্‌।

ভক্তঃ (অস্পষ্ট) যেহেতু আপনি , এবং এখানে উপস্থিত সবাই আপনার শিষ্য, শ্রীল প্রভুপাদঃ নিত্য শিষ্য, নিত্য সেবক। কিন্তু যদি আমাদেরকে আবারো জন্ম নিতে হয়, তাহলে আমাদের কি হবে? আমরা কীভাবে আপনার প্রতি প্রত্যক্ষ সেবা নিবেদন করতে পারব?

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ। যদি তুমি এই এই জড়জগতেও থেকে যাও,... যদি তোমরা তোমাদের পারমার্থিক জীবন সম্পূর্ণ করতে নাও পার, তবুও তোমরা ভাল জন্ম পাবে। শুচীনাম্‌ শ্রীমতাম্‌ গেহে যোগভ্রষ্টহভিজায়তে (গীতা ৬/৪১) "যদি কেউ তাঁর কৃষ্ণভাবনামৃত সম্পন্ন করতে নাও পারে, সে পরবর্তী সুযোগ পাবে, কোন অভিজাত পরিবারে বা ভাল ব্রাহ্মণ পরিবারে। যাতে করে পরবর্তীতে সে আবারও কৃষ্ণভাবনামৃত অনুশীলনের সুযোগ পায়।"

ভক্তঃ এর অর্থ কি এই যে সে আরেকজন গুরু গ্রহণ করবে, নাকি আপনারই নিত্যসেবক থাকবে?

মধুদ্বিষঃ ওঁর প্রশ্নটি হচ্ছে যে যখন আমরা আপনার থেকে দীক্ষা নিই, আমরা এটাই বিশ্বাস করি যে আমরা আপনার নিত্যদাস হলাম।

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ।

মধুদ্বিষঃ কিন্তু যদি আমাদের আবারও জন্ম নিতে হয়...

শ্রীল প্রভুপাদঃ কিন্তু যদি তুমি আমার নির্দেশ নিত্যকাল ধারণ কর... আর যদি তুমি নির্দেশের থেকে বিচ্যুত হও, তাহলে তুমি কি করেই বা নিত্য হলে? তোমাকে এই স্তরে থাকতে হবে। তাহলেই তুমি নিত্য নিরাপদ। যদি তুমি এই স্তর থেকে অধঃপতিত হও, সেটি তোমার দোষ। ঠিক যেমন আমরা সবাই বৈকুণ্ঠলোকে ছিলাম। এখন আমরা জড়জগত ভোগ করতে চেয়েছি, তাই আমরা পতিত হয়েছি। ঠিক জয় বিজয়ের মতো। আর এখন আমরা আবারও ফিরতে চেষ্টা করছি। তাই জন্য আমারা বলি, "বাড়ি ফিরে চল, ভগবানের কাছে ফিরে চল।"

তাই সবকিছুই... একটা পদ্ধতি আছে। যদি তুমি সেই পন্থা অনুসরণ কর, তাহলে তুমি ফিরে যেতে পারবে। যদি পতিত হও , সেটি তোমার দোষ। তাই এই জীবনের অর্থ হচ্ছে তপস্যা করা, সেটি ঋষভদেবের নির্দেশ, যে, আমাদের জীবন কুকুর, শুকরের মতো অপচয় করা উচিত নয়। এটি আমাদের প্রকৃত অবস্থান উপলব্ধি করার জন্য তপস্যা করার কাজে লাগানো উচিত। তপো পুত্রকা যেন শুদ্ধ্যেদ্‌ সত্ত্ব (ভাগবত ৫/৫/১) সেটিই হচ্ছে জীবনের লক্ষ্য। আমাদের অস্তিত্ব শুদ্ধ করতে হবে। বর্তমানে আমাদের অস্তিত্ব অশুদ্ধ অবস্থায় রয়েছে। তাই আমরা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির দ্বারা নিয়ন্ত্রিত। আর যেই মাত্র আমরা এই আমাদের শুদ্ধ করতে পারব, আমরা আর এই চারটি বিষয়ের নিয়ন্ত্রণাধীন হব না।

অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।

ভক্তগণঃ হরে কৃষ্ণ, জয়।