BN/Prabhupada 1038 - বাঘের খাদ্য হচ্ছে অন্য প্রাণীর মাংস, মানুষের খাদ্য হচ্ছে শস্য, ফল ইত্যাদি



730809 - Conversation B with Cardinal Danielou - Paris

কর্ডিনাল ড্যানিয়েলোঃ আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমি খুবই খুবই আনন্দিত।

প্রভুপাদঃ আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? যীশু বলেছেনঃ "হত্যা করো না।" তাহলে খ্রিষ্টানরা কেন হত্যা করছে?

কর্ডিনাল ড্যানিয়েলোঃ (খ্রিষ্টানরা কেন...?)

যোগেশ্বরঃ (হ্যাঁ, প্রভু যীশু তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ নিশ্চিতরূপেই খ্রিষ্টধর্মে হত্যা করা নিষেধ। কিন্তু প্রধানত আমরা মনে করি যে মনুষ্য জীবন আর পশু জীবনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। (তাই নয় কি?) মানুষের জীবন পবিত্র কারণ মানুষ হচ্ছে ভগবানের প্রতিমূর্তি। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমরা ঠিক একই রকম ভাব পোষণ করি না, আর আমরা মনে করি যে প্রাণীরা রয়েছে মানুষের সেবা করার জন্য, এবং মানুষের জন্য এটি বৈধ... আমাদের জন্য প্রতিটি জীবনই একই রকম নয়। যেটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ, সেটি হল মনুষ্য জীবন, আর মানব শরীরটি সত্যিই পবিত্র, আর তাই মানুষ হত্যা করা নিষেধ...

প্রভুপাদঃ না, কিন্তু যীশু তো বলেননি যে "শুধু মানুষকে।" তিনি সাধারণভাবে বলেছেনঃ "হত্যা করিও না।"

যোগেশ্বরঃ (তিনি বলছেন যে প্রভু যীশু নির্দিষ্ট করে শুধু মানব শরীরের হত্যার কথা বলেননি)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ (তিনি নির্দিষ্ট করে বলেননি যে মানুষ হত্যা করো না, কারণ এখানে...) বাইবেলে আমরা অনেক উদাহরণ পাই, যেমন, অনেক প্রাণীকে উৎসর্গ করার কথা বাইবেলে রয়েছে। আপনি জানেন। অনেক পশুবলির কথা রয়েছে। অনেক। এটি নিষিদ্ধ নয়। এটি নিশ্চিত যে কোন মানুষকে হত্যা করা মহাপাপ। অবশ্যই এখানে যুদ্ধের একটি বিরাট প্রশ্ন আসে, যুদ্ধ, জাতীয় যুদ্ধ। আর এটি...

প্রভুপাদঃ আপনি ,আপনি, আপনি প্রাণী হত্যা করাকে কোন পাপ মনে করেন না?

কর্ডিনাল ড্যানিয়েলোঃ না, না, না। কোন পাপ নয়, কোন পাপ নয়, কোন পাপ নয়। কারণ আমরা শুধু কোন একটা জৈবিক জীবনকেই পবিত্র বলে মনে করি না। যেটি পবিত্র তা হলো মানব জীবন, মনুষ্য জীবন। কিন্তু অন্য কোন...।

প্রভুপাদঃ কিন্তু আমি মনে করি এটি ব্যাখ্যা। যীশু খ্রিষ্ট সার্বজনীনভাবে বলেছেনঃ "হত্যা করিও না।"

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, যীশু বলেছেন... কিন্তু এই বাক্যটি, এই পাঠ্যটি যীশুর মূল পাঠ্যাংশ থেকে নয়। এটি ওল্ড টেস্টামেন্টের একটি পাঠ, আর এই পাঠটি হচ্ছে একটি...

প্রভুপাদঃ না, নতুন টেস্টামেন্টেও এটি আছে।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ ওল্ড টেস্টামেন্ট! ওল্ড টেস্টামেন্ট।

প্রভুপাদঃ না, এটি কি নতুন টেস্টামেন্টে নেই?

কর্ডিনাল ড্যানিয়েলোঃ এটি লেভেটিক, এটি লেবীয় পুস্তকের কথা, এটি যীশুর কথা নয়। এটি একটি লেভেটিক শব্দ, এবং দশ আদেশের একটি অংশ, দশ আদেশ যা ঈশ্বর মূসাকে দিয়েছিলেন। প্রভুপাদঃ তা ঠিক আছে। কিন্তু এই দশ আদেশের একটি হচ্ছে যেঃ "কাউকে হত্যা করিও না।"

যোগেশ্বরঃ (দশটির একটি....)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ (হ্যাঁ, দশ আদেশের মধ্যে একটি, তুমি হত্যা করবে না) নিশ্চিতরূপে তাই, আমি মনে করি এটি অবশ্যই মানুষ হত্যা করাকে বুঝাচ্ছে। আমার মনে হয় আমার এটি বুঝতে খুব কষ্ট হচ্ছে যে কেন ভারতীয় ধর্মে... কারণ এটি অসম্ভব... উদাহরণ স্বরূপ খাদ্যের জন্য এর প্রয়োজন আছে,

যোগেশ্বরঃ খাদ্যের জন্য।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ আহার্য হিসেবে মানুষকে খেতে হয়, খাওয়ার জন্য, এবং...

প্রভুপাদঃ মানুষ শস্য খেতে পারে, খাদ্যশস্য, ফলমূল, দুধ, চিনি, গম...

কর্ডিনাল ড্যানিয়েলোঃ না, না (কোন মাংস নয়)?

যোগেশ্বরঃ কোন মাংস নয়?

কর্ডিনাল ড্যানিয়েলোঃ কোন মাংস নয়?

প্রভুপাদঃ না। কেন? শুধু ফল জাতীয়। ফলমূল হচ্ছে মানুষের জন্য নির্ধারিত খাবার। বাঘ আপনার ফল খেতে আসবে না। তাই বাঘের খাবার হচ্ছে অন্য প্রাণী। মানুষের খাদ্য হচ্ছে ফল, শস্য, দুগ্ধজাত খাদ্য। ঠিক যেমন ফল...

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, এগুলো কেন, গাছ, লতাপাতা এগুলোও তো জীব?

প্রভুপাদঃ তা ঠিক, তা ঠিক। এটি আমরাও বুঝতে পারি। কিন্তু আপনি যদি বাঁচতে পারেন... যেমন ধরুন, সাধারণভাবে, আমি যদি ফল, শস্য আর দুধ খেয়ে বাঁচতে পারি, তাহলে কেন আমি অন্য প্রাণীদের হত্যা করব?