BN/750118 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 12:04, 20 October 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মন অত্যন্ত চঞ্চল। সমস্ত যৌগিক প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। কারণ তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ না কর, তাহলে তাতে রাশি রাশি বাসনার জন্ম নেবে। শত, শত, হাজার হাজার, কোটি কোটি। আর তোমাকে সেই সব বাসনা পূরণ করতেই হবে। তাহলে তাতে শান্তি কোথায় হল? তোমাকে তোমার প্রভুকে সন্তুষ্ট করতে হবে। তোমার প্রভুটি কে? - মন। তাহলে কিন্তু তুমি সর্বদাই চঞ্চল থাকবে। সেখানে কোন শান্তি থাকতেই পারে না। আর সেই মনের কোটি কোটি বাসনা রয়েছে। সুতরাং, যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ মন কিছু পাওয়ার বাসনা করবে এবং তোমাকে তা নিয়ন্ত্রণ করতে হবে। “না, তুমি এটি করতে পার না।” তাহলে তুমি ‘স্বামী’-তে পরিণত হবে।"
৭৫০১১৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৪৩ - বোম্বে