BN/750521 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন: Difference between revisions

(No difference)

Revision as of 12:33, 20 October 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ বলেছেন যে, এমন কি যদি তুমি সর্বোচ্চ গ্রহলোকেও যাও, ব্রহ্মলোক... যেখানে তুমি এখানকার চেয়েও অধিক আয়ু পেয়ে আরও উন্নতভাবে ইন্দ্রিয়সমূহের পরিতৃপ্তি করতে পারবে। ধরে নাও, এখানে তুমি সোনার পাত্রে পান কর; সেখানে গেলে তুমি হীরের পাত্রে পান করবে। এটুকুই কেবল পরিবর্তন হবে, এমন নয় যে সেখানে গেলে স্বাদটা বদলে যাবে। স্বাদ একই থাকবে। তা সে কুকুরের পাত্র, মানুষের পাত্র কিংবা দেবতাদের পাত্র-ই হোক, এই জড় জগতের মধ্যে সর্বত্র স্বাদ একই হবে। আর চরমে তোমাকে মরতেই হবে। ব্যাস্‌। তুমি মৃত্যুকে রুখতে পারবে না। কেউই মরতে চায় না। সকলেই অনন্তকাল জীবনটাকে উপভোগ করতে চায়। এখন বৈজ্ঞানিকেরা আরও অধিক বছর বাঁচার চেষ্টা চালাচ্ছে।"
৭৫০৫২১ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১ - মেলবোর্ন