BN/740330 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 12:38, 22 October 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবানের দাস হিসেবে আমাদের অবশ্য করণীয় হচ্ছে এই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সকলকে কৃষ্ণভাবনামৃতে জাগ্রত করা। এটি লোকদের অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত যে, কৃষ্ণভাবনামৃত ব্যতীত সে কেবল আত্মহত্যাই করছে। সে তার নিজের গলাই কাটছে, অথবা বিষপান করছে। যদি আপনি নিজেই বিষ খেতে চান, কেউই আপনাকে রুখতে পারবে না, এটিই বাস্তব সত্য। যদি আপনি নিজেই নিজের গলা কাটতে চান, তাহলে কেউই আপনাকে থামাতে পারবে না। কিন্তু সেটি কোন ভাল কাজ নয়। আমরা এই মনুষ্যজন্ম পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য। সেটিই আমাদের একমাত্র কর্তব্য। সেটিই শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ভগবদ্গীতাতে এই শিক্ষা দিচ্ছেন, তাহলে আমরা কেন এই সমস্ত কিছুর সুবিধা গ্রহণ করব না এবং এর দ্বারা আমাদের জীবনকে সার্থক করব না? "
৭৪০৩৩০ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ৪/১০ - বোম্বে