BN/690328c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই: Difference between revisions

(No difference)

Revision as of 13:30, 23 October 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই ভগবৎ চেতনার এই আন্দোলনের প্রসার ঘটছে, কারণ এটিই স্বাভাবিক। সকলেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক যেমন পিতা ও পুত্রের মধ্যে রক্তের সম্পর্ক থাকার কারণে একটা স্বাভাবিক আসক্তি থাকে। ঠিক যেমন ঐ শিশুটির মতো। যেহেতু সে একটি নির্দিষ্ট মায়ের সন্তান, তাই সেই মায়ের প্রতি তার একটা স্বাভাবিক ভালবাসা রয়েছে। সবসময়। আমি বলতে চাইছি, যেমন ও সবসময় মায়ের সাথে হাঁটছে। ঠিক একইভাবে, তোমরা সকলেই ভগবানের সন্তান। ভগবানের প্রতি আমাদের একটা স্বাভাবিক টান রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, তোমরা এটি ভুলে গিয়েছ। এই হচ্ছে আমাদের অবস্থা। একে বলা হয় মায়া।"
৬৯০৩২৮ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/২/৬ - হাওয়াই