BN/660527 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 13:11, 8 December 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মৃত্যুর সময়, আপনি যা ভাবেন, তার অর্থ আপনি আপনার পরবর্তী জীবনটি সেরকম ভাবে প্রস্তুত করছেন। সুতরাং পুরো জীবনটি সেরকম ভাবে কাটাতে হবে তবে একই সাথে, আমাদের জীবনের শেষে আমরা কমপক্ষে কৃষ্ণ সম্পর্কে ভাবতে পারি। তবেই নিশ্চিতভাবে আপনি কৃষ্ণের কাছে ফিরে যাবেন। এই অনুশীলনটি করতে হবে। কারণ যতক্ষন আমাদের শক্তি আছে এবং আমাদের ভাবনা ঠিক আছে না হয়। সুতরাং ইন্দ্রিয়তৃপ্তির জন্য এত কিছুতে সময় অপচয় করার পরিবর্তে যদি আমরা কৃষ্ণ ভাবনাতে মনোনিবেশ করি, এর অর্থ আমরা আমাদের জড় জাগতিক অস্তিত্বের সমস্ত সমস্যার সমাধান করছি। এটাই প্রক্রিয়া, কৃষ্ণ ভাবনাময়, সর্বদা কৃষ্ণ ভাবনা করা।"
660527 - প্রবচন BG 03.17-20 - নিউ ইয়র্ক