BN/660801 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 13:59, 8 December 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পুরো জড় প্রকৃতি তিনটি গুনের প্রভাবে কাজ করছে: সত্ত্ব, রজঃ ও তমো। আপনি পুরো মানব জাতিকে একটি কোনো গুনের শ্রেণিভুক্ত করতে পারবেন না। তাই যতক্ষণ আমরা জড় জগতে রয়েছি, সবাইকে মানদণ্ডভুক্ত করা সম্ভব নয়। এটি সম্ভব নয় কারণ প্রত্যেকেই প্রকৃতির বিভিন্ন গুনের প্রভাবের অধীনে কাজ করে চলেছে। সুতরাং এখানে বিভাজন থাকতে হবে, প্রাকৃতিক বিভাজন থাকতে হবে।এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।কিন্তু আমরা যখন এই জড় স্তরকে অতিক্রম করি তখন এক। আর কোনও বিভাজন নেই। কীভাবে অতিক্রম করতে হবে? সেই আধ্যাত্মিক স্তরটি হলো কৃষ্ণ ভাবনা। আমরা যখন কৃষ্ণ ভাবনাতে সম্পূর্ণরূপে নিমগ্ন হই, তখনই আমরা প্রকৃতির এই জড় গুনেরগুলি থেকে স্বতন্ত্র হই।"
660801 - প্রবচন BG 04.13-14 - নিউ ইয়র্ক