BN/770201 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ভুবনেশ্বর: Difference between revisions

(No difference)

Revision as of 07:57, 9 December 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কেউই পিতা ছাড়া জন্মগ্রহণ করে নি। আমি হয়তো জানি না যে আমার পিতা কে, কিন্তু মাতা হচ্ছেন সাক্ষী। ব্যাস্‌। তুমি এমন কোনও তত্ত্ব তৈরি করতে পার না যে 'আমি পিতা ছাড়াই জন্মেছি'। তা সম্ভব নয়। সেটি প্রকৃতির নিয়ম নয়। পিতা অবশ্যই রয়েছেন। তুমি বলতে পার, "আমি তাঁকে দেখি নি।" কিন্তু তা এটা প্রমাণ করে না যে কোন পিতা নেই। যিনি তত্ত্বগতভাবে দর্শন করেছেন, তাঁর কাছে যাও। তত্ত্বদর্শিনঃ। তাই ভগবদগীতায় বলা হয়েছে,
তদবদ্ধি প্রণিপাতেন
পরিপ্রশ্নেন সেবয়া
উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম্‌
জ্ঞানীনস্তত্ত্ব দর্শিনঃ
(ভগবদগীতা ৪.৩১)

মাতার কাছে যাও, যিনি তোমার পিতাকে দেখেছেন। সেটিই একমাত্র প্রমাণ।"

৭৭০২০১ - প্রাতঃ ভ্রমণ - ভুবনেশ্বর