BN/720219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বিশাখাপত্তন: Difference between revisions

(No difference)

Revision as of 12:49, 26 December 2019

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার মধ্যে পার্থক্য হল এই যে, ধরুন আমি একটি সুন্দর ফুল আঁকতে চাইছি, তাই আমার তুলি প্রয়োজন, রং প্রয়োজন, বুদ্ধিমত্তার প্রয়োজন,সময়ের প্রয়োজন, ফলে যেভাবেই হোক কিছু দিন বা কিছু মাসের মধ্যে আমি একটি সুন্দর ফুল আঁকতে পারব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শক্তি এতই বৈচিত্র্যময় যে, এই শক্তি কাজে লাগিয়ে লক্ষ লক্ষ রং বেরং এর ফুল একসাথে ফুটছে। বোকা বিজ্ঞানীরা বলছে এটি নাকি প্রকৃতির কাজ। কিন্তু না, প্রকৃতি হল সহায়ক মাত্র। আসলে এর পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা। এটিই কৃষ্ণভাবনামৃত।
720219 - প্রবচন at Caitanya Matha - বিশাখাপত্তন