BN/720219b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বিশাখাপত্তন: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭২ Categor...") |
(No difference)
|
Revision as of 07:39, 31 December 2019
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
এই সকল প্রকৃতি হল শ্রীকৃষ্ণের বিভিন্ন পত্নী বা শক্তি। তারা সংগ্রাম করে যাচ্ছে, অহেতুক তারা কর্তৃত্ব করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই জড় জগতে, সকলেই কর্তৃত্ব করতে চায়। এক দেশ অন্য দেশের উপর কর্তৃত্ব বিস্তার করতে চায়। এক লোক অন্য লোকের উপর কর্তৃত্ব বিস্তার করতে চায়। এক ভাই অন্য ভাইয়ের উপর কর্তৃত্ব বিস্তার করতে চায়। এটিই হল মায়া। তাই প্রত্যেকেরই উচিত কর্তৃত্ব করার ভাব পরিত্যাগ করা। তাদের উচিত স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করা, যেন ভগবান তাদের উপর কর্তৃত্ব বিস্তার করতে পারেন। এভাবেই শান্তি আসবে। |
720219 - প্রবচন at Gaudiya Math - বিশাখাপত্তন |