BN/760107 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নেল্লোর: Difference between revisions

(No difference)

Revision as of 12:51, 5 January 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পুণ্য কর্মের মাধ্যমে তুমি উচ্চতর গ্রহলোক বা স্বর্গীয় লোকসমূহে উন্নীত হতে পার। কিন্তু তার মানে এই নয় যে তুমি এই জড় জগতে তোমার দুর্দশা থেকে মুক্ত হয়ে গিয়েছ। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোহর্জুন (ভগবদগীতা ৮/১৬)। এমন কি তুমি যদি ব্রহ্মলোকেও উন্নীত হও যেখানকার আয়ু অত্যন্ত, অত্যন্ত লম্বা, তথাপি এই জড় জাগতিক সুখ-দুঃখ থেকে তুমি নিষ্কৃতি পেতে পারবে না। কারণ, তোমার পুণ্যকর্মের ফলভোগ শেষ হওয়ার পর তুমি ফিরে আসবে...তোমাকে আবারও এই নিম্নতর গ্রহলোকে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি (ভগবদগীতা ৯/২১)। পুণ্যকর্মের ফল শেষ হওয়ার পর, তোমাকে আবারও এইসব নিম্নতর গ্রহলোকগুলিতে টেনে নামিয়ে আনা হবে। অতএব, যতক্ষণ না তুমি এই ভক্তিমার্গের পথকে গ্রহণ করছ, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত্যা মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ (ভগবদগীতা ১৮/৫৫), যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে চাও, তাহলে তোমাকে কেবল একটিই পথ গ্রহণ করতে হবে, ভক্তি বা ভগবানের প্রেমময়ী সেবার পথ।"
৭৬০১০৭ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৯ - নেল্লোর