BN/760205 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর: Difference between revisions

(No difference)

Revision as of 13:45, 5 January 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে তা গ্রহণ করতে হবে। ঔষধ দেওয়া হয়েছে। ডাক্তার নির্দেশ দিলেন, 'তোমাকে এই ক'ফোঁটা ঔষধ খেতে হবে'। এখন তুমি যদি বল, 'ওহ্‌, এই ঔষধটা তো খুব ভাল, পুরোটাই খেয়ে ফেলা যাক। তাহলে আমি সঙ্গে সঙ্গে ভাল হয়ে যাব।' তাহলে তুমি মরেই যাবে। তোমাকে তা গ্রহণ করতে হবে, ভোগ কর, কিন্তু নির্দেশনা অনুযায়ী। ভগবান বলেন নি যে, তুমি ভোগ কর না। তুমি হচ্ছ আনন্দময়োহভ্যাসাৎ (বেদান্ত সূত্র ১/১/১২)। জীবাত্মা মানে আনন্দময়, আনন্দ। কিন্তু সেই নিত্য আনন্দটি কোথায়, আমরা কিভাবে সেই নিত্য আনন্দের স্থানে গিয়ে পৌঁছুতে পারি, সেই শিক্ষাটিই দেওয়া হচ্ছে। তা না হলে, তুমি একটা মূর্খের মতো পুরো ঔষধটাই খেয়ে নিবে আর মরবে। ব্যাস্‌।"
৭৬০৫২০৫ - প্রাতঃ ভ্রমণ - মায়াপুর