BN/720222 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বিশাখাপত্তন: Difference between revisions

(No difference)

Revision as of 17:25, 13 January 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
হিন্দুধর্ম বা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম। এগুলোর প্রকৃত উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবানকে ভালোবাসা, ভগবান যীশু খ্রীস্ট কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা প্রচার করেছিলেন। ইসলাম ধর্মও প্রচার করে কিভাবে সর্বোচ্চ নিয়ন্ত্রক আল্লাহু আকবর কে উপলব্ধি করতে হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রাথমিকভাবে নাস্তিক ছিল কিন্তু বুদ্ধদেব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার।শ্রীমদ্ভাগবতমে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ নাস্তিকদের সাথে ছলনা করার জন্য বুদ্ধদেব রুপে আবির্ভূত হয়েছিলেন। নাস্তিকরা সাধারণত ভগবানকে বিশ্বাস করতে চায় না তাই ভগবান বুদ্ধদেব রুপে তাদের সামনে এসে বলেছিলেন,"হ্যা, ভগবান বলতে কিছু নেই। এটি সত্য কিন্তু আমি যা বলব তা তোমাদের শুনতে হবে।" তাই নাস্তিকরা এটি গ্রহণ করেছিল এবং বলেছিল, "হ্যা তুমি যা বলবে আমরা তাই মেনে নেব।" কিন্তু নাস্তিকরা এটা জানতেন না যে বুদ্ধদেব ছিলেন ভগবানের অবতার।
720222 -রেলওয়ে শ্রমিকদের প্রবচন - বিশাখাপত্তন