BN/760714 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 19:02, 23 February 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
সাক্ষাতকারকারীঃ লোকেরা আপনার মতো ব্যক্তিদের উন্নয়নে আগ্রহী কারণ তারা নিজেদের এতে সম্পর্কিত মনে করে। আর এইভাবে আপনি যা লেখেন তারা তা পড়ার সিদ্ধান্ত নেয়।
শ্রীল প্রভুপাদঃ প্রথম কথাটি হচ্ছে যদি আপনি আমাদের গ্রন্থাবলীতে আগ্রহী হন, তাহলে আমাদের গ্রন্থগুলি পড়ুন, আপনি বুঝতে পারবেন।
সাক্ষাতকারকারীঃ আপনি বুঝতে পারছেন?
শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ।
সাক্ষাতকারকারীঃ আপনি কি এটি বলতে চাইছেন?
শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ।
সাক্ষাতকারকারীঃ: তিনি কি এটি বলছেন?
শ্রীল প্রভুপাদঃ একজন মানুষ যখন কথা বলে তখন তাকে চেনা যায়। যখন তিনি কথা বলেন। তাবচ্চ শোভতে মূর্খ যাবৎ কিঞ্চিৎ ন ভাসতেঃ 'কথা না বলা পর্যন্ত মূর্খকে সুন্দর লাগে'। (হাসি) যখন সে কথা বলে তখন আপনি বুঝতে পারবেন, সে কি। আর আমার বাণী আমার গ্রন্থসমূহে আছে, আর যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনি সেসব পারবেন। আপনাকে জিজ্ঞেস করতে হবে না। কথা বলা... ঠিক এমন আদালতে। কথা বলার মধ্য দিয়ে একজন বড় মাপের উকিলকে চেনা যায়। অন্যথায় যে কেউই ভাল উকিল। কিন্তু যখন তিনি আদালতে কথা বলেন, তখন আসলে বোঝা যায় তিনি ভাল উকিল কি না। তাই আপনাকে শুনতে হবে। আপনাকে পড়তে হবে। তাহলে আপনি বুঝবেন। প্রকৃত উপলব্ধি রয়েছে।
৭৬০৭১৪ - সাক্ষাৎকার 'ক' - নিউ ইয়র্ক