BN/700429 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 06:36, 4 March 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
আমাদের সাধারণ জীবনে যেমন, সর্বত্রই আমরা কিছু না কিছু প্রধান মানুষ পেয়েছি,যেমন একজন নেতা, ঠিক যেমন আপনি আমাকে আপনার নেতা হিসাবে গ্রহণ করেছেন। একইভাবে, নেতার নেতারা, নেতার নেতারা, যান, যান, অনুসন্ধান চালিয়ে যান; আপনি কৃষ্ণের কাছে আসবেন, তিনি সকলের নেতা। এটাই কৃষ্ণ।এখানেই শেষ। ঈশ্বরাঃ পরমঃ কৃষ্ণ (ব্রহ্মসংহিতা ৫।১)।প্রত্যেকেই ব্রহ্ম,ইশ্বর, আপনি যা-ই বলুন না কেন, কিন্তু কেউই পরম নয় পরম মানে 'সর্বোচ্চ'। আমি এই প্রতিষ্ঠানের নিয়ামক হতে পারি; রাষ্ট্রপতি এই দেশের নিয়ন্ত্রক হতে পারেন; তবে কেউ দাবি করতে পারে না যে 'আমি সর্বোচ্চ নিয়ামক' সেটা সম্ভব না।এটি কেবল কৃষ্ণের জন্য।এই পদটি কৃষ্ণের জন্য।"
৭০০৪২৯ - প্রবচন ঈশোপনিষদ এবং দীক্ষা - লস্‌ এঞ্জেলেস্‌