BN/700705 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭০ Categor...") |
(No difference)
|
Revision as of 10:48, 17 March 2020
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
বছরে বারো মাস রয়েছে কিন্তু আমরা রথযাত্রা মহোৎসবের মত বড় চব্বিশটি উৎসব পাই। তাই তুমি যদি সেগুলোকে যত্নের সাথে গ্রহণ কর, তখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেভাবে উপদেশ দিয়েছিলেন, "কীর্তনীয়া সদা হরি" (চৈ.চ. আদি ১৭.৩১) তুমি সবসময় কৃষ্ণভাবনাময় হয়ে থাকবে এবং তখন হতাশা ও বিহ্বলতা আসার কোন সুযোগ থাকবে না। বিশেষত এই জন্যই আমি এই সভায় এসেছি, যেন তুমি যত্নের সাথে এটি গ্রহণ করতে পার। আমি বলতে চাচ্ছি, আমার বিনীত অনুরোধ যে তুমি যেখানেই থাকো, যেকোন অবস্থানে, যেকোন অবস্থায়, তুমি দয়া করে এই ষোল নাম জপ কর।
(সবাই জপ করছে) হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আবার জপ করো: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আবার: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবৃন্দ: জয়!!! |
৭০০৭০৫ - রথযাত্রা মহোৎসব প্রবচন - সান ফ্রান্সিস্কো |