BN/700720 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 07:11, 18 March 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
সুতরাং, এটি হলো আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস গ্রহণ, কিন্তু প্রকৃত সন্ন্যাসের উদ্দেশ্য তখনই পূর্ণ হবে যখন তুমি বিশ্বের মানুষকে নাচাতে সক্ষম হবে...সেটিই হলো প্রকৃত সন্ন্যাস। এই বাহ্যিক পোশাক সন্ন্যাস নয়। প্রকৃত সন্ন্যাস হলো যখন তুমি অন্য মানুষকে কৃষ্ণভাবনামৃতে উদ্বুদ্ধ করতে পারবে এবং তারা কৃষ্ণভাবনাময় হয়ে নৃত্য করবে। যদি তুমি কোন মানুষকে কৃষ্ণভাবনাময় করে তুলতে পার, তখন তুমি ভগবদ্ধামে ফিরে যেতে পারবে, নিশ্চিতভাবে নিজ আলয়ে ফিরে যেতে পারবে। এই হলো সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য।
৭০০৭২০ - সন্ন্যাস দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌