BN/701104 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 13:26, 19 March 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ম্ বলেছেন যে, "তুমি পুরোপুরি ভাবে আমার নিকট আত্মসমর্পণ কর।" এখন পর্যন্ত তোমাদের কতজন আত্মসমর্পণ করেছ? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্‌গীতায় বলেছেন যে, "তুমি সবকিছু পরিত্যাগ করো এবং আমার শরণাগত হও।" (ভগবদ্‌গীতা ১৮.৬৬) সুতরাং তোমাদের কতজন এটি করেছ? এটি একটি বাজে প্রশ্ন। যদি প্রত্যেকেই আত্মসমর্পণ করে তাহলে এই পৃথিবীর কি হবে? কিন্তু এটি কখনোই ঘটবে না। আত্মসমর্পণ করা খুবই কঠিন কাজ। এটি সে জানে না। এটি আশা করাও হয় যে প্রত্যেকেই সাধু হয়ে যাবে। সাধু হওয়া কোন সহজ কাজ নয়, বিশেষত এই ধরনের সাধু হওয়া, বিশুদ্ধ সাধু।
৭০১১০৪ - কথোপকথন - বোম্বে