BN/700702b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 09:20, 22 March 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি কৃষ্ণভাবনামৃতে লেগে থাক, এখানে কোন গোপনীয়তা নেই, এখানে কোন ছলনা নেই, এখানে কোন কূটনীতি নেই। একটিই কথা, কৃষ্ণ: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। এটি তোমাকে পরিতৃপ্ত করবে। যায্ত্ম সুপ্রসিধতিঃ। যদি তুমি প্রকৃতপক্ষে সুখ চাও, তাহলে তুমি এই কৃষ্ণভাবনার বিষয়ে স্থির থাক। অন্য কিছুর দরকার হবে না। তখন এটি হবে গৃহেশু গৃহমেধিনাম্, অপাস্যতম্ আত্ম-তত্তম্ (শ্রীমদ্ভাগবতম ২.১.২)। তাই আমি বিশেষভাবে আমার সন্ন্যাসী শিষ্যদের বলেছি, যারা আজ একটি দূর্দান্ত মিশনে বের হয়েছে। তাই দয়া করে এই নীতিতে স্থির থাক- একমাত্র কৃষ্ণ। তুমি লাভবান হবে এবং তুমি যে ব্যক্তির সাথে কথা বলবে সেও লাভবান হবে, সম্পূর্ণ পৃথিবী লাভবান হবে। সুতরাং তুমি খুব বড় একটি দায়িত্ব পেয়েছ। আলোচনার গৃহমেধির দিকে ঝুঁকে পড়বে না এবং এটি ভেঙে দিবে না। এটি আমার অনুরোধ।"
৭০০৭০২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০১.০১-৪ - আংশিক ধারনকৃত - লস্‌ এঞ্জেলেস্‌