BN/710130d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ: Difference between revisions

(No difference)

Revision as of 12:48, 30 March 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ এরূপ পরিচিত যে তাঁর চৌষট্টি গুণের মধ্যে একটি গুণ হলো বহুদক। এটা আমাদের ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখবে। তাঁর মানে তিনি যেকোনো জীবের সাথে কথা বলতে পারেন। কেন পারবেন না? যদি তিনি প্রত্যেক জীবসত্তার পিতা হন তাহলে কেন তিনি প্রত্যেক জীব সত্তার ভাষা বুঝতে পারবেন না? ঐটাই স্বাভাবিক। এটাই কি ঠিক নয় যে একজন বাবা তার সন্তানের ভাষা বুঝতে পারবে? স্বাভাবিকভাবেই, যদি শ্রীকৃষ্ণই সকল জীবের পিতা হন, এটা তাঁর জন্য স্বাভাবিক যে তিনি পাখি, মৌমাছি, গাছ, মানুষ প্রত্যেকের সব ভাষা বুঝতে পারবেন। সেই জন্যই শ্রীকৃষ্ণের আরেকটা গুণ হলো বহুদক। যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখন এটা প্রমাণিত হয়েছিল। একদিন শ্রীকৃষ্ণ পাখির কথার উত্তর দিচ্ছিলেন, আর একজন বৃদ্ধা যমুনা থেকে জল নিতে এসে যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ পাখির সাথে কথা বলছেন, তিনি আশ্চর্য হয়েছিলেনঃ "ওহ, কৃষ্ণ কি সুন্দর।""
৭১০১৩০- প্রবচন শ্রীমদ্ভগবতম ০৬.০২.৪৬ - এলাহাবাদ