BN/710130c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ: Difference between revisions

(No difference)

Revision as of 18:07, 5 April 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সমস্ত যোগীর মধ্যে যিনি নিরন্তর তার হৃদয়ে কৃষ্ণ চিন্তায় মগ্ন ধ্যানাবস্থিত-যোগিনো...,পশ্যন্তি যং যোগিনো ( শ্রীমদ্ভাগবতম ১২.১৩.১)। ধ্যান মানে হচ্ছে কৃষ্ণ বা বিষ্ণুর প্রতি মনকে কেন্দ্রীভূত করা। এটাই প্রকৃত জীবন। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে, যোগীগণ যারা ধ্যানে নিমগ্ন,তারা কৃষ্ণ বা বিষ্ণুকে খুঁজে পেতে চেষ্টা করেন। কৃষ্ণ আর বিষ্ণু একই। কাজেই এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে,আমাদের সুপ্ত কৃষ্ণচেতনাকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য একটি কার্যকর আন্দোলন। কৃষ্ণের সাথে আমাদের কখনও বিচ্ছেদ নেই,ঠিক যেমন পিতা এবং পুত্রের মধ্যে কখনও বিচ্ছেদ হতে পারেনা। কিন্তু অনেক সময় পুত্রের দিক থেকে পিতাকে ভুলে যাওয়ার মতো বিস্মৃতি আসতে পারে। যেটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা।"
৭১০১৩০ - মিত্র মহাশয়ের বাড়িতে প্রবচন - এলাহাবাদ