BN/700614 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 12:48, 8 April 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমরা সবাইকে সুযোগ দিচ্ছি : কেউ তৃতীয় , চথুর্ত,পঞ্চম,দশম স্তরের কিনা সেটা কোনো ব্যাপার নয়।তুমি যাই হওনা কেন, তুমি প্রথম স্তরের হওয়ার জন্য এসো।আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।আমাদের কোনো ভেদাভেদ নেই। শ্রীকৃষ্ণের কোনো ভেদাভেদ নেই।সেটি শ্রীকৃষ্ণ বলছেন:

মাং হি পার্থ ব্যপাশ্রিত্য যে পি স্যূহ পাপ যন্ত্যঃ (ভগবদ গীতা ৯।৩২) "আমার প্রিয় অর্জুন, যদি কেউ কৃষ্ণভাবনামৃত গ্রহণ করে , তার অতন্ত্য খারাপ পরিবারে জন্ম হলেও কোনো ব্যাপার না, 'স্ত্রীও বিশ্যাস তথা সুদ্রাস' , অথবা এই মানব সমাজে ,অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যেমন শুদ্র বা নারী। কোনো ব্যাপার না। সেই পুরুষবা নাহি যেমনই হোক ,সে যদি কৃষ্ণভাবনামৃত গ্রহণ করে ,'তে অপি যানটি পারলাম গতিম' ;তারাও সেই স্তরে উন্নীত হয়ে যেখান থেকে তারা ফিরে যেতে পারে, ভগবদ ধামে ।' তো আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা এরকম বলিনা যে 'তুমি এসোনা'।আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।'প্রসাদ গ্রহণ করো,জপ করো।' এটি আমাদের কর্মসূচি ।"

৭০০৬১৪- শ্রীল বলদেব বিদ্যাভূষণের আভির্ভাব তিথি উপলক্ষে প্রবচন-- লস্‌ এঞ্জেলেস্‌