BN/710201 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ: Difference between revisions

(No difference)

Revision as of 11:15, 17 April 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আপনি ভগবানের যেকোনো নামই জপ কর না কেন সেটা ভগবানকেই বোঝাবে। পরম সত্য হওয়ার ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোন পার্থক্য নেই। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে তুমি সরাসরি শ্রীকৃষ্ণের সাথে নিজেকে যুক্ত করতে পার এবং এইভাবে পবিত্র হয়ে উঠতে পার।"চেতোদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি-নির্বাপণং"(চ.চৈ.অন্ত ২০.১২, শিক্ষাষ্টকম ১)। অবশ্য, এই মহামন্ত্র সম্পর্কে সব কিছু ব্যাখ্যা করে বলা একটি সুদীর্ঘ উপস্থাপনার বিষয়। কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের কাছ থেকে এটা গ্রহণ করতে পারেন যে এই ছেলে-মেয়েগুলি শুধুমাত্র জপ-কীর্তন করার মাধ্যমে শুদ্ধ হয়ে উঠছে, চিন্ময় আনন্দে ওরা কিভাবে নৃত্য করছে। আপনারাও আপনাদের জীবনে এটি পরীক্ষা করে দেখতে পারেন,আপনারাও সুখী হবেন।"
৭১০২০১ - প্রবচন - এলাহাবাদ