BN/710212b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর: Difference between revisions

(No difference)

Revision as of 07:01, 27 April 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণকে জানা খুব একটা সহজ কাজ নয়। শ্রীকৃষ্ণ বলেছেন "হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু'একজন মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন।" প্রত্যেকেই জানতে চায় না। প্রথমেই একজনকে ব্রাহ্মণ হতে হয় অথবা ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করতে হয়। এটা হচ্ছে সত্ত্ব গুণের পর্যায়। কেও যদি সত্ত্ব গুণের পর্যায় উপনীত না হয় তখন সেখানে সিদ্ধি লাভের কোন প্রশ্নই আসেনা। রজ এবং তমো গুণের পর্যায়ে থেকে কেউ কখনো জানতে পারবে না, কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। কারণ যে ব্যক্তি রজ এবং তমো গুণের প্রতি আসক্ত, সে সবসময় খুব লোভ আর কামুক হয়ে থাকে। তদা রজস্তমোভাবাঃ কামলোভাদয়শ চ যে (শ্রীমদ্ভাগবতম ১.২.১৯)। যে মানুষ জড় জাগতিক আবেগ আর অজ্ঞতার দ্বারা প্রভাবিত, সে কামুন্মত্ত এবং লোভী। এখানেই শেষ।"
৭১০২১২ - চৈ.চ. প্রবচন মধ্য ০৬.১৪৯-৫০ - গোরক্ষপুর