BN/740319 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন: Difference between revisions

(No difference)

Revision as of 17:57, 13 May 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অপশ্যতাম্‌ আত্মতত্ত্বম্‌ (শ্রীমদ্ভাগবত ২/১/২), যারা আত্মার সম্পর্কে প্রকৃত সত্যটি দেখতে পায় না, তারা মায়াগ্রস্ত। কি ভাবে মায়াগ্রস্ত? দেহ-অপত্য, এই দেহ এবং স্ত্রীর মাধ্যমে এই দেহের থেকে জন্ম নেয়া সন্তান-সন্ততি, দেহাপত্যকলত্রাদিষু আত্মসৈন্বেষু (শ্রীমদ্ভাগবত ২/১/৪)।

সকলেই মনে করেছে আমার একটি ভাল পত্নী রয়েছে, আমার অত্যন্ত স্নেহের সন্তানাদি রয়েছে, আমি খুব ভাল একটি সমাজ আর জাতি পেয়েছি। 'তারা আমার সেনা, যুদ্ধ লেগে গেছে আর এখানে সকলেই নিজের অস্তিত্ব নিয়ে লড়ছে'। এখানে বেঁচে থাকার জন্য সবাইকেই সংগ্রাম করে চলতে হচ্ছে আর সকলেই ভাবছে 'এই সব আমার সৈন্য, আমার স্ত্রী, সন্তান সন্ততি, সমাজ, বন্ধুত্ব, জাতি, এই সব কিছু আমাকে সুরক্ষা দেবে। কিন্তু কেউই সুরক্ষা দিতে পারে না। তাই এই ধরণের লোককে এখানে প্রমত্ত বা পাগল বলা হয়েছে। কেউই তোমাকে সুরক্ষা দিতে পারে না।"

740319 - প্রবচন SB 02.01.04 - বৃন্দাবন