BN/740403 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে: Difference between revisions

(No difference)

Revision as of 17:38, 14 May 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড় অস্তিত্ব থেকে যদি তুমি চিন্ময় স্তরে উন্নীত হতে চাও, তাহলে এইসব হচ্ছে বিধিবদ্ধ নিয়ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ অথবা সন্ন্যাসী এই চতুর্বর্ণের বা আশ্রমের যে কোন একটি হতে পার এবং একই সঙ্গে ক্রমান্বয়ে তোমার আধ্যাত্মিক নিত্যস্বরূপ উপলব্ধিকে উন্নীত করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হও। পরস্তস্মাৎ তু ভাবোহন্নোহব্যক্তব্যক্তাৎ সনাতনঃ (ভগবদগীতা ৮/২০)। সেটিই হচ্ছে পন্থা। কিন্তু যদি তুমি পশুর ন্যায় বদ্ধ জীবন যাপন কর, তাহলে তুমি পশুর মতোই জীবন চালাতে থাকবে - আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন আর অস্তিত্বের সংগ্রাম চালিয়ে যেতে হবে। মনঃ ষষ্ঠানীন্দ্রিয়ানী প্রকৃতিস্থানি কর্ষতি (ভগবদগীতা ১৫/৭)। তাহলে তোমাকে এই জড় জগতের অভ্যন্তরে চিরকাল সংগ্রাম করতে হবে। কখনও তুমি ইন্দ্র হয়ে যাও আবার কখনও ইন্দ্রগোপ কীট হও।"
৭৪০৪০৩ - ভগবদগীতা প্রবচন ৪/১৪ - বোম্বে