BN/710219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর: Difference between revisions

(No difference)

Revision as of 15:05, 15 May 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ঠিক যেমন আমরা যখন দূরে কোথাও থেকে একটু ধোঁয়া দেখতে পাই ,আমরা তৎক্ষনাত বুঝে যাই যে ওটা আগুন।এটি খুবই সহজ।ঠিক তেমন,তুমি তোমার আসেপাশে লক্ষ্য করো যে সবকিছুই একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছে-সূর্য ও চন্দ্রের উদয় এবং অস্ত যাওয়া,ঋতু পরিবর্তন হওয়া-এই সব ঘটনাগুলি সুষমভাবে হচ্ছে।তাহলে তুমি কিভাবে বলতে পারো যে "ভগবান মৃত"?তুমি বলতে পারো না যে এই সকল ঘটনাগুলি আপনাআপনি হচ্ছে।না! তুমি তোমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারবে যে কোনো কিছুই আপনা থেকে হয়না ।সুতরাং আমাদের এই বোধগমন করতে হবে যে এই সুপরিচালনার পিছনে একজন বিশেষ ব্যক্তির (ভগবানের) বুদ্ধিমত্তা রয়েছে।
৭১০২১৯ - প্রবচন CC Madhya 06.154-155 - গোরক্ষপুর